Friday, May 22, 2015

দূর থেকে ফ্যান অথবা বাতী জ্বালান রিমোট ছাড়া


 আজকের সার্কিটটি
হল আপনি যে কোন সুইচ দূর থেকে অন অথবা অফ
করতে পারবেন অনায়াসে এ জন্য আপনাকে কোন
রিমোট কন্ট্রোল ও লাগবে না কি আমার কথা শুনে
অবাক হচ্ছেন হা বন্ধুরা অবাক হবারেই কথা
আসুন দূর থেকে রিমোট ছাড়া কি ভাবে সুইচ
অফ অথবা অন করবেন। দেখে নেই
এ কাজটি করতে হলে যে পার্সগুলি
লাগবে আসুন দেখে নেই= সর্ব প্রথম লাবে একটি  LDR=

তার পর লাগবে একটি যে কোন টর্সলাইট=

স্প্রাইট অথবা প্লাসটিকের এ রকম সাইজ এর যে কোন কৌটা একটি=

এখানে বিভিন্ন সাইজের কৌটা দেখানো হয়েছে আপনাদের কে বোঝানোর জন্য আপনি উপরের বাম পার্শের স্প্রাইটের মুখটি
যে ভাবে কাটা টিক এই ভাবে কাটবেন কারণ LDR টি এই কৌটার তলায় বসাইতে হবে LDR টির উপরে যেন বাহিরের
কোন আলো না পরে এ ভাবেই সেটিং করতে হবে। কৌটার শুধু ডাকনাটা খুলে ফেলুন নিচের ছবিটি দেখুন=

সব চাইতে ভাল যদি প্লাসটিকের কৌটা সংগ্রহ করতে পারেন LDR টির পা গুলি শর্ট হবার সম্ভবনা থাকে না

যদি প্লাশটিকের কৌটা পান তা হলে মুখ টা এভাবে কাটবেন

LDR টি যে ভাবে বসাবেন

এটি হল LDR

LDR টির উপর যখন আপনার টস্ লাইট এর আলো পরবে তখনি LDR টির মান পরিবর্তন হওয়া শুরু করবে ফলে
LDR টির সাথে লাগানো সার্কিটের  রিলে সুইচটি অন হবে আপনি সুইচের সাথে পাখা অথবা বাতী যা কিছুই লাগাবেন
টস্ লাইটের মাধ্যমে নিবাতে অথবা জ্বালাতে পার বেন। LDR টি কি ভাবে কাজ করে আসুন একটি ছবি দেখি

ছবিটি দেখে হয়ত আপনারা  বুঝতে পারছেন LDR টি কি ভাবে কাজ করে। আপনি ইচ্ছে করলে মাত্র দুইটি ট্রান্জেষ্টর দিয়ে
ছুট LED বাতী সার্কিট ও বানাতে পারেন সিম্পল একটি সার্কিট দেখুন

এখানে ভাল করে দেখুন LDR টি কি ভাবে কাজ করেে যখনি LDR টির উপর আলো পরে সাথে সাথে LDR টির মান
পরিবর্তন হয়ে ট্রান্জেষ্টরটি বেইজে সুইচং হয় যার ফলে কালেক্টরে লাগানু বাতীটি অনায়াসে জ্বলে উটে। যাই হোক
সময় আর নষ্ট করব না আমাদের আজকের যে  দূর থেকে সুইচ অন অথবা অফ করার সার্কিটি আসুন দেখে নেই =
সার্কিটটিতে এই আইসিটি ব্যবহার করা হয়েছে আইসিটির পা গুলি চেনার জন্য নিচের ছবিটি দেখুন

LM অথবা SN 741 আট পিনের ছুট এই আইসিটি এখানে ব্যবহার করা হয়েছে,
এবারে আসুন সম্পূর্ণ সার্কিটটি দেখে নেই=

  1. SN/LM 741 আইসি একটি
  2. 10k রেজিষ্টর দুইটি
  3. 470 রেজিষ্টর দুইটি
  4. 1k রেজিষ্টর একটি
  5. 10k ভেরিএবল রেজিষ্টর একটি
  6. LDR একটি
  7. 12v রিলে সুইচ একটি
  8. নরমল ডায়ড একটি
  9. 2N2222 npn ট্রান্জেষ্টর একটি

No comments: