Saturday, August 8, 2020

একাদশ শ্রেণি ভর্তি আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে বিস্তারিত

 একাদশ শ্রেণি ভর্তি আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে বিস্তারিত



এই করোনা মহামারিতে দোকানে না যেয়ে সবাই বাসায় বসে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে পারুক এটাই আমাদের প্রত্যশা তাই এই পোস্টটি করলাম। যাদের প্রয়োজন তাদের শেয়ার করুন ।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস জনীত মহামারিতে  কোন দোকানে না যেয়ে, কারো প্রত্যক্ষ সহায়তা ছাড়া, বাসায় বসে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করার জন্য এই ছোট  পোষ্টটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এই প্রক্রিয়ায় সবকিছুই সংশোধন যোগ্য তাই ভয় পাবার কোন কারণ নেই।

ধাপঃ ১

আবেদন ফি ১৫০(একশত পঞ্চাশ টাকা) সঠিক ভাবে জমা দিন ও ট্রানজেকশন আইডিসহ সর্বশেষ এসএমএস বা স্ক্রিন সংরক্ষণ করুন।
বিল প্রদানের জন্য রকেট,নগদ,সোনালী ওয়েব পেমেন্ট বা বিকাশ যেকোন পেমেন্ট সিস্টেম ব্যবহার করুন।

ধাপঃ ২

নির্ধারিত ওয়েব সাইট http://www.xiclassadmission.gov.bd/-এ প্রবেশ করুন ও Apply Online বাটনে ক্লিক করুন।

ধাপঃ ৩

প্রদর্শিত ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাশের সন, রেজিস্ট্রেশন নম্বর সঠিক ভাবে পূরণ করুন। পূরণ করা সঠিক হলে আপনার প্রাপ্ত GPA দেখতে পাবেন।

ধাপঃ ৪

আপনার বা অভিভাবকের মোবাইল নম্বর দিন।

ধাপঃ ৫

সর্বোচ্চ ১০(দশ)টি ও সর্বোনিন্ম ০৫(পাচ)টি ভর্তিচ্ছু কলেজ,গ্রুপ, শিফট ও ভার্সন সিলেক্ট করুন ।

ধাপঃ ৬

Preview Application ক্লিক করে আপনার আবেদনকৃত কলেজ সমূহের তথ্য ও পছন্দক্রম দেখুন ও কোন ভুল থাকলে সংশোধন করুন।

ধাপঃ ৭

সকল তথ্য ঠিক থাকলে Submit Button-এ ক্লিক করুন ।
এরপর মোবাইলের এসএমএস-এ প্রাপ্ত সিকিউরিটি কোডটি সংরক্ষণ করুণ। সিকিউরিটি কোডটি পরবর্তিতে ভর্তি সংক্রান্ত কাজে প্রয়োজন হবে।

চাইলে আবেদনকৃত ফরমটি ডাউনলোড বা প্রিন্ট করতে পারেন।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য প্রথমেই আপনাকে টাকা পরিশোধ করতে হবে। এজন্য আপনি শিওর ক্যাশ, বিকাশ, রকেট, সোনালি সেবা, টেলিটক ব্যবহার করতে পারেন। একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের জন্য নির্ধারিত ফি ১৫০ টাকা। এখন আমরা আলোচনা করব কিভাবে রকেট, নগদ এবং বিকাশ ব্যবহার করে খুব সহজেই একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের টাকা পরিশোধ করবেন।

ধাপঃ ৮ পেমেন্ট

একাদশ শ্রেণির ভর্তির টাকা বিকাশে পেমেন্ট

আপনার যদি বিকাশ একাউন্ট থাকে তাহলে খুব সহজেই একাদশ শ্রেণিতে ভর্তির টাকা পেমেন্ট করতে পারবেন। কলেজে ভর্তি আবেদনের টাকা বিকাশ একাউন্ট থেকে পাঠানোর নিয়ম নিচে বর্ণনা করা হলো।

প্রথমে আপনার বিকাশ অ্যাপ এ লগইন করতে হবে।

এরপরে বিল পে মেনুতে ক্লিক করা লাগবে।

সেখান থেকে Xi Class Admission Payment শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে।

এবার আপনার শিক্ষা বোর্ডের নাম পরীক্ষার বছর রোল নাম্বার সিলেক্ট করতে হবে। তারপর আপনার নাম ও মোবাইল নাম্বার দিতে হবে।

এরপর টাকার পরিমাণের ঘরে ১৫০ লিখতে হবে।

সবশেষে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। স্ক্রিনে প্রদর্শিত ট্রানজেকশন ইনফর্মেশন সেভ করে রাখতে হবে।

রকেট একাউন্ট থেকে কিভাবে একাদশ শ্রেণিতে ভর্তির টাকা পরিশোধ করবেন

বিকাশের মতই রকেট একাউন্ট থেকে কলেজে ভর্তির টাকা পরিশোধ করা যায়। এজন্য আপনাকে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। নিচে নির্ধারিত নিয়মের বিস্তারিত আলোচনা করা হলো।

প্রথমে আপনার রকেট অ্যাপে একাউন্ট ওপেন করুন।

এরপর বিলপে নির্বাচন করুন।

এবার বিলার আইডির জায়গায় 515 লিখুন। 515, Xi Class Admission এর অ্যাকাউন্ট নাম্বার।

তারপর আপনার শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নাম্বার, নাম এবং মোবাইল নাম্বার প্রবেশ করান।

এরপর অ্যামাউন্টের জায়গায় 150 লিখুন।

এবং সবশেষে আপনার রকেট একাউন্টের পিন নাম্বারটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

নগদ একাউন্ট থেকে কিভাবে একাদশ শ্রেণির ভর্তির টাকা পরিশোধ করবেন

বাংলাদেশ অনলাইন পেমেন্ট সিস্টেমের মধ্যে নগদ খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। এটি ডাক বিভাগের নিরাপদ লেনদেন। এরা বর্তমানে গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে মোবাইল ব্যাংকিং খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আপনি খুব সহজেই বিকাশ এবং রকেটের মতোই নগদ একাউন্ট ব্যবহার করে একাদশ শ্রেণী বা কলেজে ভর্তি আবেদনের ফি প্রদান করতে পারবেন।

এজন্য আপনাকে যা করতে হবে তা নিচে বর্ণনা করা হল।

নগদ একাউন্ট মেনু থেকে বিলপে নির্বাচন করুন।

বিলার আইডি থেকে Xi Class Admission নির্বাচন করুন।

আপনার রোল, নাম, পাশের বর্ষ এবং মোবাইল নাম্বার প্রবেশ করান।

সকল তথ্য যাচাই করে ১৫০ টাকা পেমেন্ট করুন।

প্রেমেন্ট সফল হলে কনফার্মেশন এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে।


এই রকম টিপস পেতে আমার পোষ্টটি ভাল লাগলে সবার  সাথে সেয়ার করুন ! 

copy post: easytechtunes

No comments: