Friday, May 22, 2015

আসুন চোর ধরি


এখন আমি যে সার্কিট নিয়ে আলোচনা করবো এটি খুব সুন্দর , সহজ ও কার্যকরী সার্কিট ! এটির মাধ্যমে আপনি বুজতে পারবেন কেউ দরজা খুললো কি না আপনার ঘুমন্ত অবস্থায় !
এর জন্য নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন !
  • 1. রেজিস্ট্যান্স 10 কিলোওহম যার কালার হল , বাদামী কালো কমলা সোনালী !
  • 2. রেজিস্ট্যান্স 68 কিলোওহম যার কালার হল , নীল ধুসর কমলা সোনালী !
  • 3. রেজিস্ট্যান্স 1 কিলোওহম যার কালার হল , বাদামী কালো লাল সোনালী !
  • 4. দুইটি 0.01uF এর ননপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড হল 103 ! অর্থাত্‍ 103 নাম্বারের pf !
  • 5. পোলারিস্ট ক্যাপাসিটর 1uF/15V একটি !
  • 6. টাইমার আইসি 555 নাম্বারের একটি !
  • 7. স্পিকার 8 ওহম 0.5 ওয়াটের একটি ! তবে আপনি রেডিও এর স্পিকারও ব্যবহার করতে পারবেন
  • 8. 36 গেজের তামার তার পরিমান মত ! তবে আপনি বাজার থেকে এক টাকা বা দুই টাকা দামের তার কিনে ওখান থেকে একটা গেইজ খুলে নিতে পারেন !
এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
TTC Tunes555 আইসিটির পিন নম্বর দেখুন !
TTC Tunesচিত্রে দেখুন চিকন যেই তার আছে সেটি আপনার ঘরের দরজার পিছনে এমন ভাবে সেট করুন যেন দরজা খোলার সাথে সাথে ওই চিকন তার ছিরে যায় ! আর ওই তার ছিরে যাওয়ার সাথে সাথে এক কিলোহার্জের একটা শব্দ হবে যেটি শোনার সাথে সাথে আপনার ঘুম ভেংগে যাবে এবং জানতে পারবেন কে দরজা খুললো !
একটু লক্ষ্য করুন :
  • এই সার্কিটে ব্যবহৃত রেজিস্ট্যান্সগুলো 1/4 ওয়াটের !
  • এই সার্কিটটি 5 হতে 15 ভোল্টে চলবে ! তবে আপনি 6 ভোল্ট 9 ভোল্ট ও 12 ভোল্টের যেকোন ব্যটারী ব্যবহার করতে পারবেন !
  • আইসির এক নম্বর পিনে নেগেটিভ ও আট নম্বর পিনে পজেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে হবে !
  • আইসির চার নম্বর পিনে চিকন তারের এক প্রান্ত ও এক নম্বর পিনে অপর প্রান্ত লাগাতে হবে !
  • ভুল কানেকশনের কারনে আইসি নষ্ট হলে আমি দায়ী নই !

No comments: