Showing posts with label make money online. Show all posts
Showing posts with label make money online. Show all posts

Wednesday, March 4, 2020

ঘরে বসেই ইনকাম করুন মেবাইলের মাধ্যমে ফটো আপলোড করে প্রতিমাসে ১০০-২০০ ডলার কোন রকমের ইনভেষ্ট ছাড়া।

আামাদের দেশের নতুন সামাজিক যোগাযোগ সাইট, যেটির মাধ্যমে আমরা যোগাযোগ রাখতে পারি একে অপরের সাথে। ফেসবুক এর মত করে।
কিভাবে Smilelo তে রেজিষ্ট্রেশন করবেন দেখে নিন।
১. ইমেইল এর মাধ্যমে
২. ফেসবুক এর মাধ্যমে।
রেজিষ্ট্রেশন ঃ ইমেইল এর মাধ্যমে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে লিংকে ক্লিক করুন,
নিচের মত আসবে।

তার Sign Up বাটন এ ক্লিক করুন এমন পেইজ আসবে।

এখন আপনার ইউজার নেম,একটি নৈধ ইমেইল আইডি,পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, জেন্ডার, চার কোনা ছোট বক্সে ক্লিক করে টিক চিণ্হ দিয়ে Let's go তে ক্লিক করুন ।
নিচের মত আসবে।


এখান থেকে Upload your photo তে ক্লিক করে প্রোফাইল ফটো আপলোড সিলেক্ট করে Save & Continue তে ক্লিক করতে হবে। তার পর নিচের মত আসবে।

এখানে আপনার ফাস্ট নেইম, লাষ্ট নেইম, কান্ট্রি, জন্ম তারিখ সিলেক্ট করে Save & Continue তে ক্লিক করতে হবে, নিচের মত

তার পর নিচের মত


১০-১১ জনকে Follow করার অপশন আসবে। সেখান থেকে Follow 11 & Finish তে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট টি হয়ে যাবে। নিচের মত।

ফেসবুক ঃ
smilelo
ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করার জন্য ফেসবুক বাটনে ক্লিক করতে হবে। তার পর নিচের মত আসবে।

এখন Continue as আপনার ফেসবুক নেইম আসবে। এখন Continue as shuvo তে ক্লিক করতে হবে। তারপর নিচের মত আসবে।

এখন আপনার ইউজার নেইম এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে Update বাটনে ক্লিক করলে আইডি টি হয়ে যাবে
,
এবং আপনার ফেসবুক এর প্রোফাইল পিকচার আপনার অ্যাকাউন্ট এ এড হয়ে যাবে।
বিদ্রঃ ফেসবুক এর মাধ্যমে অ্যাকাউন্ট করতে হলে আপনার ব্রাউজার এ আগে থেকে ফেসবুক ওপেন করে নিতে হবে।
এখন আসি মূল কথায়, কিভাবে ইনকাম করব।
১. ফটো আপলোড, লাইক, কমেন্ট, ব্লগ লিখে আয় করতে পারবেন। ফেসবুক এর মত ফটো আপলোড করতে পারবেন যত খুশি তত।
২. রেফার ইনকাম ঃ আপনার রেফার আইডি আপনার বন্ধুদের কে সেয়ার করে আপনার বন্ধুদের একাউন্ট করাবেন। প্রতি রেজিস্টশন এর জন্য ০.১০ ডলার বা বাংলা টাকায় ৮ টাকা করে পাবেন। আপনার রেফার আইডি পাবার জন্য, আপনার অ্যাকাউন্ট এর সেটিংস এ যাবেন। নিচের মত
তারপর সেটিংস থেকে Earnings এ ক্লিক করবেন নিচের মত আসবে।
এখান থেকে My Affiliates এ ক্লিক করবেন নিচের মত আসবে।

এই পেইজ এ আপনার একটি লিংক থাকবে, এই লিংকটি সেয়ার করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন।
টাকা কিভাবে তুলবেন ঃ
টাকা তুলতে ব্যাংক, বিকাশ, পেপাল, কয়েন্ট পেমেন্ট ব্যবহার করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ যে কোন সমস্যার লিংকে ক্লিক করে যোগাযোগ করতে পারবেন।