Tuesday, May 12, 2015

এখন থেকে আর মেমরি খুলতে হবে না, এখন এড্রয়েড থেকে পিসিতে ফাইল আদান প্রদান করুন নিমিষেই


আসসালামু আলাইকুম
এটি আমার প্রথম টিউন আমি আজি টেকটিউনে জয়েন করেছি বেশ ভাল লাগছে। টিউনটির নাম শুনেই বুঝতে পারছেন এটি ওয়াইফাই দ্বারা করতে হবে। তো বেশী কিছু না বলে কাজ শুরু করি।
এসব ফাইল আদান প্রদানের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যমটি হল AirDroid  ( গুগল প্লে তে গিয়ে ডাউনলোড করুন ) তারপর আপনার পিসিতে Connectifyডাউনলোড করে নিন। এটি দ্বারা পিসিতে ফাইল আদান প্রদান করা যাবে। নিচের স্টেপ গুলো অনুসরণ করুন।
  • ধাপ 1: গুগল প্লে স্টোর থেকে AirDroid ইনস্টল করুন এবং আপনার ফোনে অ্যাপ্লিকেশন খুলুন.
  • ধাপ 2: আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার পিসিতে এর ওয়াইফাই নেটওয়ার্ক সংযোগ করুন. (যদি আপনি আমার মত একটি ইউএসবি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে আপনি একটি ওয়াইফাই হটস্পট তৈরি Connectify ব্যবহার করতে পারেন)
  • ধাপ 3: আপনার ওয়াইফাই নেটওয়ার্ক এবং AirDroid সার্ভার আরম্ভ করা হবে AirDroid অ্যাপ্লিকেশন এবং সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন খুলুন. অ্যাপ্লিকেশন আপনি AirDroid সার্ভারের সাথে সংযোগ করার জন্য আপনার পিসি এর ওয়েব ব্রাউজারে টাইপ করতে হবে, যা একটি IP ঠিকানা, সাথে আপনি উপলব্ধি করবেন।
airdroid app screenshoot Transfer Files Between a PC and Android Phone using WiFi
নিচে আরো কিছু স্কিনসর্ট দেওয়া হল দেখে বুঝে যাবেন কি করতে হবে।
১।
accept airdroid connection on phone Transfer Files Between a PC and Android Phone using WiFi
২।
accept connection request on android phone Transfer Files Between a PC and Android Phone using WiFi
৩।
send files through airdroid Transfer Files Between a PC and Android Phone using WiFi
৪।
files transferring to android phone from pc Transfer Files Between a PC and Android Phone using WiFi
৫।
transferring fiels from phone to pc over wifi Transfer Files Between a PC and Android Phone using WiFi
সাবধানতা: এই দুই সফ্টোয়ারের নতুন ভার্সনের সফ্টোয়ার ডাউনলোড করবেন এবং আপ টু ডেট রাখবেন।
আপনাদের সাথে আরো অনেক কিছু সেয়ার করব আজ এই পর্যন্তই।

No comments: