সুপারকারের কথা বলতে গেলে প্রথমেই যে নামটি আসে তা হল ল্যাম্বরগিনি। ইটালিয়ান কোম্পানিটি এতদিন ব্যয়বহুল গাড়ির বাজার দাপানোর পর বাজারে আনলো ছয় হাজার ডলারের অ্যান্ড্রয়েড স্মার্টফোন। '৮৮ টরি' মডেলের ফোনটির দাম টাকার অঙ্কে প্রায় চার লাখ ৭০ হাজার টাকা হবে।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেক্ট্রনিক শো'তে স্টেইনলেস স্টিল ও চামড়া দিয়ে তৈরি এই স্মার্টফোনটি দেখানো হয়েছে। এর আগেও কোম্পানিটি একটি বিলাসবহুল মোবাইল ফোন বাজারে ছেড়েছিল তবে বাজের এর প্রভাব ছিল সামান্যই।
খুব বিলাসবহুল জীবন যাপন করেন এমন ক্রেতাদের কথা মাথায় রেখে ফোনটি তৈরি করা হয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
ডুয়েল সিমের সুবিধাসহ ল্যাম্বরগিনির নতুন এই অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি।

No comments:
Post a Comment