Wednesday, January 21, 2015

ফেসবুক ই-কমার্স চালু করতে যাচ্ছে খুব শীঘ্রহি

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক জানিয়েছে অবশেষে ফেসবুক ই-কমার্স সেবা চালু করতে যাচ্ছে। নতুন ফিচার হিসেবে ফেসবুকে যুক্ত হতে যাচ্ছে ‘বাই’ বাটন, মানুষকে ফেসবুক থেকে কেনাকাটার সুবিধা দেয়ার জন্যই এই উদ্দ্যগ। ফেসবুকের বিজ্ঞাপন অথবা বুস্ট পোস্ট থেকে সরাসরি পণ্য ক্রয় করতে পারবে ফেসবুক উজাররা এ ফিচারের মাধ্যমে ।

ফেসবুক ই-কমার্স চালু করতে যাচ্ছে খুব শীঘ্রহি, ফেসবুক, সামাজিক যোগাযোগ, ফেসবুক ই-কমার্স, ই-কমার্স, বুস্ট পোস্ট, ব্লগপোস্টের মাধ্যমে, ব্লগপোস্ট, ফেসবুক কর্তৃপক্ষ,
যুক্তরাষ্ট্র ভিত্তিক এ সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শর্টকাট, মুভি শেয়ার ও মিসড কল সিস্টেম সেবা চালু করেছে দিয়েছে ।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে এক ব্লগপোস্টের মাধ্যমে,  ফিচারটি নিয়ে পরীক্ষামূলক কাজ চলছে। ব্লগপোস্ট থেকে আরো জানা গেছে, প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানই ফেসবুক পেজে ‘বাই’ বাটন যুক্ত করা হয়েছে। এ বাটনে ক্লিক করেই বিক্রেতাদের ই-কর্মাস ওয়েবসাইটে না গিয়ে ক্রেতারা সরাসরি পণ্য কিনতে পারবেন ঐ ফেসবুক পেজ থেকেই।
ফেসবুক ই-কমার্স চালু করতে যাচ্ছে খুব শীঘ্রহি, ফেসবুক, সামাজিক যোগাযোগ, ফেসবুক ই-কমার্স, ই-কমার্স, বুস্ট পোস্ট, ব্লগপোস্টের মাধ্যমে, ব্লগপোস্ট, ফেসবুক কর্তৃপক্ষ,
এই বাটন দিয়ে ক্রেডিট বা ডেবিট কার্ড এবং অন্যান্য অনলাইন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে টাকা পরিশোধ করা যাবে। ব্যবহারকারীর আর্থিক তথ্যের যাতে কোনো ক্ষতি না হয়, এ জন্য নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে, বলে জানিয়েছে ফেসবুক।

No comments: