Tuesday, January 13, 2015

আর, নয়, খাতা, -, কলম, !, এবার, আপনারদৈনন্দিন, হিসাবলিখে, রাখবে, আপনার, এন্ড্রয়েডমোবাইল।,

কেমন অাছেন সবাই??
ভালতো.....?

যাক যা বলতে চেয়ে ছিলাম...
আমাদের দৈনন্দিন জীবনের
বিভিন্ন সময় হিসাব-নিকাশ
করতে গেলেই প্রয়োজন
পড়ে খাতা+কলমের।
কিন্তু মজার ব্যাপার হলো....
সব সময় খাতা+কলম
সাথে থাকেনা।
আর তখনই পড়তে হয় মহা বিপদে।।
যেমন আমি আজ
বাজারে কেনা-
কাটা করতে গিয়ে হিসাব করার
জন্য কলম খোজা খুজি শুরু করলাম।
আর তখনই গুগোল মামার
সহযোগীতায় পেয়ে গেলাম
অসাধার এই এ্যাপ্সটি।
আর কসে নিলাম আমার কেনা-
কাটার হিসাব

IMG: Screenshot_2014-11-22-14-38-27.png(29.50 KB)

আর এই ভাবনা থেকেই আজ
আমি আপনাদের জন্য
নিয়ে এলাম Note
Everything নামের সফ্টওয়ারটি।
যার
মধ্যে আপনে লিখে এবং রেকর্ডিং করেও
রাখতে পারেন আপনার যাবতীয়
প্রতিদিনের হিসাব-নিকাশ।

ভয় নেই...
ভুলে যদি কোন লিখা মুছেও যায়
তাও ফিরে পাবেন এই এ্যাপ্স এ
থাকা Recycle Bin দিয়ে।।

IMG: Note-Everything-4.jpg(25.13 KB)

IMG: Screenshot_2014-11-22-17-14-44.png(30.20 KB)

নিছের লিংক
থেকে এ্যাপ্সটি ডাউনলোড
করে নিন।

.star. Note Everything.apk 

No comments: