Sunday, January 11, 2015

৭০ টা প্রয়োজনীয় ওয়েবসাইট এবং সংক্ষিপ্ত আকারে তাদের কাজ জেনে নিন ।

সবাই কেমন আছেন?? অনেকদিন পর পোস্ট লিখতে বসলাম । আসলে মন বলে অনেক কিছুই শেয়ার করি কিন্তু ঐরকম সময় হইয়ে উঠে না ।যাই হোক আজকে বসলাম কিছু শেয়ার করতে । টাইটেল পড়ে অবশ্য কিছু অনুমান করতে পেরেছেন ।আপনি যা অনুমান করেছেন হয়ত তা হুবহু মিলে যেতে পারে অথবা আংশিক মিলে যেতে পারে । ইন্টারনেট জগৎ এ বিচরণের সময় আমাদের অনেক ধরনের ওয়েবসাইটের দরকার হয় যা অনেক সময় খুব সহজে খুজে পাই আবার অনেক সময় সাড়াদিন খুজার পরও আমাদের কাক্ষিত ওয়েবসাইটি খুজে পাই না ।তাই আমি আজকে আমার সংগ্রহে থাকা কিছু ওয়েবসাইট শেয়ার করবো এবং এই ওয়েবসাইটে কি কাজ করা যায় তার সংক্ষিপ্ত বর্নণা দিব ।তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।
রয়োজনীয় ওয়েবসাইট
রয়োজনীয় ওয়েবসাইট
১)screenr.com - এখানে আপনি আপনার ডেক্সটপ দিয়ে মুভি রেকর্ড করতে পারবেন এবং তা সরাসরী YouTube এ পাবলিশ করে দিতে পারবেন যা একদম উইনিক ভিডিও ধরা হবে :) ।
২)bounceapp.com -এখান থেকে আপনার ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট নিতে পারবেন ।
৩)Goo.gl - যেকোন বড় লিঙ্ক খুব সহজে কোন রকম রেইস্ট্রেশনের জামেলা ছাড়াই ছোট করতে পারবেন ।
৪)youtube.com/leanback- ফুল স্ক্রিনে মুডে YouTube ভিডিও দেখতে পারেবন ।
৫)translate.google.com- এক ভাষা থেকে অন্যভাষা অনুবাদ করতে ।
৬)untiny.me-শর্ট লিঙ্কগুলিকে এখানে সাবমিট করে অরজিনাল লিঙ্ক দেখতে পারেবন ।
৭)localti.me-আপনার শহরের লোকাল সময় জানতে ভিজিট করতে পারেন ।
৮)copypastecharacter.com-স্পেশাল ক্যারেকটারগুলি কপি পেস্ট করতে পারবেন যা কিবোর্ড থেকে করা যায় না ।
৯)topsy.com- সবচেয়ে ভাল টুইটার সার্চ ইঞ্জিন ।
১০)iconfinder.com-যেকোন ধরনের ,যেকোন সাইজের আইকন পেতে এই ওয়েবসাইটটি দেখতে পারেন ।
১১)office.com- অফিসের সকল প্রকার টেমপ্লেট,আইকন,ফ্রেম ,বেকগ্রাউন্ড, ক্লিপআর্ট ইত্যাদি ডাউনলোড করতে ।
১২)woorank.com -আপনার ওয়েবসাইটের রেঙ্ক+ এসইও এর সন তথ্য জানতে ।
১৩)virustotal.com-আপনার যেকোন ধরনের ভাইরেস এফেক্টেড ফাইলকে স্কেন করতে ।
১৪)wolframalpha.com- সকল প্রকার প্রশ্নের উত্তর পাবেন কোন প্রকার সার্চ ছাড়াই ।
১৫)printwhatyoulike.com-ওয়েবপেজ প্রিন্ট করুন কোন জামেলা ছাড়াই ।
১৬)eggtimer.com- সিমপল অনলাইন টাইমার ।
১৭)coralcdn.org- খুব উপকারী একটা সাইট ,যদি অধিক ভিজিটরের কারনে সাইট ডাউন হয় তাহলে এই ওয়েবসাইট দিয়ে খুব সহজে সাইটে ডুকতে পারবেন ।
১৮)mywot.com - যেকোন ওয়েবসাইটের ট্রাস্ট লেভেল দেখতে পারেবন ।
১৯)viewer.zoho.com- যেকন পিডিএফ ,প্রেজেনটেশণ সরাসরি ব্রাউজারে দেখতে পারবেন ।
২০)tubemogul.com- YouTube সহ একযুগে সব ভিডিও সাইটে ভিডিও আপলোড করতে পারেবন ।
২১)truveo.com -যেকোন ধরনের ওয়েব ভিডিও সার্চ করার জন্য জনপ্রিয় সাইট।
২২)scr.im - কোন প্রকার স্পেমের জামেলা ছাড়াই আপনার ইমেইল এড্রেস অনলাইনে শেয়ার করুন
২৩)spypig.com - আপনার ইমেইলটা রিসিভ করেছে কিনা তা জানতে পারবেন
২৪)sizeasy.com -যেকোন প্রকার প্রডাক্টের জনপ্রিয়টাকে কমপেয়ার করতে পারবেন
২৫)whatfontis.com-খুব তারাতারী আপনার ইমেজে ব্যবহ্রত ফন্টের নাম জানতে পারবেন ।
২৬)fontsquirrel.com- পারসোনাল এবং কমারসিয়ালি ব্যবহার করার জন্য ফন্টের বিশাল কালেকশন ।
২৭)regex.info-আপনার ছবির ভিতরে কিছু লোকানো আছে কিনা তা আনতে পারবেন।
২৮)tineye.com- Google Googles এর মত অনলাইন ভার্সন ।
২৯)iwantmyname.com- সব ধরনের TLDs ডোমেইন সার্চ করতে পারবেন ।
৩০)tabbloid.com -আপনার পছন্দের ব্লগকে পিডিএফ আকারে সেভ করতে পারবেন ।
৩১)join. me- আপনার কম্পিউটারে স্কিনকে অনলাইনে লাইভ সবার সাথে শেয়ার করতে পারেবন ।
৩২)onlineocr.net-ইমেজ এবং পিডিএফ থেকে টেক্স কপি করতে পারবেন ।
৩৩)flightstats.com - সাড়া বিশ্বের বিমানের ফ্লাইট সম্পর্কে সব তথ্য আনতে পারেবন ।
৩৪)wetransfer.com - অনলাইনে সবচেয়ে বড় ফাইল শেয়ার করার জন্য ।
৩৫)pastebin.com- অনলাইনে টেক্স এবং কোড শেয়ার করার জন্য ।
৩৬)polishmywriting.com -আপনার স্পেল এবং গ্রামারটিকেল এরর চেক করুন ।
৩৭)awesomehighlighter.com- ওয়েবপেজের গুরুত্বপূর্ন অংশকে হাইলাইট করুন ।
৩৮)typewith.me - একসাথে একটা ডকুমেন্ট অনেকজন মানুষ করতে পারবেন ।
৩৯)everytimezone.com-বিশ্বের সব দেশের সময় জানুন ।
৪০)warrick.cs.odu.edu-আপনার বুকমার্ক ওয়েব পেজটি ডিলিট হইয়ে গেলে এইটা প্রয়োজন হবে ।
৪১)imo.im-আপনার সব আইডি দিয়ে একসাথে চ্যাট করুন যেমনঃ Skype,Facebook, GoogleTalk,ইত্যাদি ।
৪২)kuler.adobe.com - কালার আইডিয়া পাওয়ার জন্য ব্যবহার করে দেখতে পারেন ।
৪৩)followupthen.com- আপনার ইমেইল দিয়ে রিমাইন্ডার সেট করতে পারবেন ।
৪৪)lmgtfy.com- যখন আপনার বন্ধু খুব অলস থাকে :P :)
৪৫)tempalias.com- temporary ইমেইল জেনারেট করার জন্য ।
৪৬)pdfescape.com-আপনার ব্রাউজার থেকে সরাসরি পিডিএফ এডিট করতে পারবেন ।
৪৭)faxzero.com - ফ্রিতে অনলাইন ফেক্স পাঠান যেকোন জায়গায় /
৪৮)feedmyinbox.com -আপনার ইমেইলে আরএসএস নটিফিকেশন পাওয়ার জন্য ।
৪৯)isendr.com - ফাইল ট্রান্সফার করুন কোন সার্ভারে আপলোড ছাড়াই :P
৫০)tinychat.com - আপনার প্রাইভেট চ্যাট সেট আপ করুন ১ সেকেন্ড ই ।
৫১)flightaware.com - লাইভ ফ্লাইট সম্পর্কে বিস্তারিত ।
৫২)boxoh.com -যেকোন শিপমেন্ট সম্পর্কে জানুন গুগল মেপের মাধ্যমে ।
৫৩)example.com -documentation ব্যবহার করার জন্য example বানাতে পারবেন ।
৫৪)whoishostingthis.com-যেকোনো ওয়েবসাইটের হোস্টিং এর তথ্য ,
৫৫)google.com/history-যেগুলি আপনার মনে নাই সেগুলি গুগল ই মনে রাখেছে যা আপনি ব্রাউজ করলেন ।
৫৬)google.com/dictionary - বুজতেই পারছেন গুগলের ডিশনারী :P
৫৭)sxc.hu- ডাউনলোড করুন ফ্রিতে স্টক করা ইমেজ ।
৫৮)download.com.np-সব রকম softwares ।
৫৯)wobzip.org -আপনার কমপ্রেস ফাইলে আনকমপ্রেস করুন অনলাইনে ।
৬০)wobzip.org -এক ক্লিকে আপনার ভয়েস রেকর্ড করুন।
৬১)scribblemaps.com- কাস্টম গ্যগল ম্যাপ বানান ।
৬২)alertful.com -এক ক্লিকে আপনার যেকোন ইভেন্টের জন্য ইমেইল রিমাইন্ডার সেট করুন ।
৬৩) formspring.me-আপনার পারসোনাল প্রশ্নের উত্তর পাবেন ।
৬৪)mailvu.com - ভিডিও ইমেইল পাঠান
৬৫) ge.tt-যেকোন ফাইল পাঠান এক ক্লিকে ।এবং যাকে পাঠাবেন সেও কোণ রকম ডাউনলোড ছাড়াই দেখে নিতে পারবে ।
৬৫)timerime.com -আপনার অডিও ভিডিও এবং ফাইলকে টাইমলাইন হিসেবে সেট করুন
৬৬)stupeflix.com -আপনার অডিও, ভিডিও দিয়ে মুভি বানান অনলাইনে ।
৬৭)aviary.com/myna -অডিও এডিট করুন অনলাইনে এবং রিমিক্স বানান ।
৬৮)noteflight.com -আপনার মিউজিক বানান অনলাইনে ।
৬৯)homestyler.com -আপনার ডিসাইন কে রিডাসাইন করুন এক ক্লিকে ।
৭০)livestream.com -আপনার যকোন ইভেন্ট কে লাইভ প্রচার করুন অনলাইনে ।
আরো আছে আরেকদিন সময় করে শেয়ার করব , এখন আর ভাল লাগছে না । লাঞ্চ করার সময় হয়ে গিয়েছি আম্মু ডাকছে , সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকেরমত বিদায় । ভাল থাকবেন সুস্থ থাকবে এই কামনা করি । আল্লাহ হাফেজ ।

No comments: