Saturday, January 10, 2015

ব্লগস্পট গুরু ভাইয়েরা আপনার ব্লগের জন্য নিয়ে নিন অসাধারণ ডিজাইনের একটি সাইটম্যাপ পেজ। তাই না দেখলেই নয়

সবাইকে আমার সালাম। আপনাদের ব্লগস্পট সাইটে প্রায় সবারই সাইটম্যাপ পেজ আছে। সাইটম্যাপ পেজ সম্পর্কে সবার ধারণা আছে তো? আশা করি সবাই এ সম্পর্কে জানেন। তবুও প্রতিদিন প্রতিসময় নতুন নতুন ভাইরা ব্লগিং জগতে ঢুকছেন। তাঁরা এ সম্পর্কে জানেন না। সাইটম্যাপ সম্পর্কে সাধারণ ধারণা পেতে আমার পূর্বে লেখা এই পোস্ট পড়ে আসতে পারেন।
ব্লগস্পটে সাইটম্যাপ পেজ যুক্ত করা নিয়ে এর আগে একটি আকর্ষণীয় ডিজাইনের সাইটম্যাপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই সাইটম্যাপটাও দেখতে পারেন এই লিংক থেকে। আজ আবারো এক ভিন্ন ডিজাইনের আকর্ষণীয় সাইটম্যাপ উপহার দিচ্ছি আপনাদেরকে। ডেমো দেখে আসুন এখানে থেকে। আর পছন্দ হলে নিচের ধাপগুলো অনুসরণ করে আপনিও আপনার সাইটম্যাপ বানিয়ে নিন এই অসাধারণ ডিজাইনের!
  • প্রথমে একটি নতুন পেজ খুলুন ব্লগস্পট ড্যাশবোর্ড থেকে।
  • Compose থেকে HTML অপশনে যান।
  • তারপর নিচের স্ক্রিপ্ট কোডটুকু পেস্ট করুন।
<link href="https://dl.dropboxusercontent.com/s/6ijo28ljl13wftf/theblogger911.blogspot.com.blogtoc.css" media="screen" rel="stylesheet" type="text/css"></link>
<script src="http://yourjavascript.com/10921494224/stylish-sitemap-bloggermaruf.js
"></script>
<script src="http://www.smphs.tk/feeds/posts/summary?max-results=1000&amp;alt=json-in-script&amp;callback=loadtoc"></script>
<script type="text/javascript">
var accToc=true;
</script>
<script src="http://yourjavascript.com/11821229442/tableofcontentbymaruf.js" type="text/javascript"></script>
  • এবার শুধু উপরের কোডে http://www.smphs.tkএড্রেসের বদলে আপনার ব্লগের এড্রেস বা লিংক বসিয়ে পেজটি পাবলিশ করুন।
  • কাজ শেষ। এবার পেজটি ভিজিট করে দেখুন এই আকর্ষণীয় সাইটম্যাপটি!

No comments: