কেমন আছেন সবাই?? আমিতো ভালো নেই সেটি আপনারা অনেকেই জানেন! আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি আপনাদের মাঝে থেকে। আজ বড় কিছুই দিচ্ছিনা। খুবই সামান্য একটা ফেসবুক লাইক বক্স শেয়ার করতেছি মাত্র। যাদের প্রয়োজন, আশা করি তাঁরাই গ্রহন করবেন অন্তত।
আপনারা এতোদিন ফেসবুকের নানারকম স্টাইলিশ ফেসবুক লাইক বক্স ব্যবহার করেছেন। কিন্তু আজ নিয়ে এলাম সবচেয়ে সাধারন এবং সবচেয়ে ছোট ফেসবুক লাইক বক্সটি। এই বক্স আপনি পোস্টের মাঝে বসিয়ে ভিজিটরদের কাছে দু, চারটি লাইক নিতে পারেন। সেজন্য এই বক্সটিই উপযোগী। ডেমো হিসেবে নিচের লাইক বক্সটি দেখুন। আমাকে একটি লাইক দিতেও ভুলবেন না কিন্তু!
তাই এখন কথা না বাড়িয়ে নিয়ে নিন এই ছোট ফেসবুক লাইক বক্সটির কোড।
এখন শুধু কোডে http://facebook.com/vestfriend2015লিংকের জায়গায় আপনার ফেসবুক পেজের লিংকটি বসিয়ে দিন। ব্যাস, কাজ খতম। ভালো থাকবেন, ধন্যবাদ।



No comments:
Post a Comment