Saturday, January 10, 2015

আপনার কমপিউটারের ড্রাইভ হাইড করুন।

এটা আমার প্রথম টিউন। আমি বাংলা ভালোবাসি ,আমি টেকটিউনে একমাস হলো নিয়মিত আসছি।এটা আমার দৈনদিন কাজের মধ্যে অন্যতম একটা কাজ।যাইহোক আজকের টিউনে আসা যাক।
প্রধমে  Start->Run->diskpart  টাইপ করে ওকে করুন।
তারপর যে   Window  আসবে তাতে টাইপ করুন   list volume
আপনি  আপনার  পিসির ডিসক পারটিসনগুলো ভলিউম নামবার সহ দেখতে পাবেন।
এখন টাইপ করুন   select volume n
যেখানে      n=1,2,3,4,5,....................
লিখে Enter চাপুন।
এবার লিখুন remove letter N
যেখানে      N=A,B,C,D,E,F,G,............(আপনি যে ভলিউম select করেছেন তার ড্রাইভ লেটার)
লিখে Enter চাপুন।
এবার My Computer খুলে দেখুন আপনার select করা ড্রাইভটি হাইড হয়ে গেছে। (আপনার Computer রিবুট করতে হতে পারে)
আবার ড্রাইভটি ফিরিয়ে আনার জন্য-----
প্রধমে  Start->Run->diskpart  টাইপ করে ওকে করুন।
তারপর যে   Window  আসবে তাতে টাইপ করুন   list volume
আপনি  আপনার  পিসির ডিসক পারটিসনগুলো ভলিউম নামবার সহ দেখতে পাবেন।
এখন টাইপ করুন   select volume n
যেখানে      n=আপনার হাইড করা ড্রাইভের নমবর।
লিখে Enter চাপুন।
এবর লিখুন    assign
Enter  চাপুন।
এবার My Computer খুলে দেখুন আপনার হাইড করা ড্রাইভটি ফরে এসেছে।
আশা করি আপনারা মজা পেয়েছেন।ভালো থাকবেন সকলে।আর আমাকে দোয়া করবেন।বাংলা ঠিকমতো লিখতে পারছি না।
প্রথম প্রথম তো ,আপনারা আমাকে ক্ষমা করবেন।

No comments: