Wednesday, January 14, 2015

এবার ডেস্কটপেও বাঁকানো পর্দা

এবার ডেস্কটপেও বাঁকানো পর্দা
 
বাঁকানো টিভি প্রযুক্তিতে এখন নেতৃত্ব দিচ্ছে স্যামসাং। তার ধারাবাহিকতায় বাঁকানো কম্পিউটার মনিটর বাজারে ছাড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি। নতুন বছরে ৬ জানুয়ারিতে শুরু হওয়া কনজিউমার ইলেক্ট্রনিক শো'এ  মনিটরটি দেখিয়েছে স্যামসাং। ৩৪ ইঞ্চি পর্দার মনিটরটি ৩৪৪০x ১৪৪০ রেজুলেশন বিশিষ্ট। এখন পর্যন্ত মনিটরটির ব্যাপারে বিস্তারিত কিছু জানা না গেলেও বাঁকানো টিভি দেখার অভিজ্ঞতার চেয়ে  ভিন্ন হবে বলে জানিয়েছে স্যামসাং। এখনো বাজারে না আসলেও মনিটরটির দাম এক হাজার নয়'শ ৯৯ ডলার হতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি পণ্য বিষয়ক ওয়েবসাইটগুলো। বাংলাদেশি টাকায় যা প্রায় এক লক্ষ ৫৬ হাজার টাকা। সূত্র: দ্য ভার্য

No comments: