গত কয়েকদিন আগে একটি পোষ্টের মন্তব্যে দেখেছিলাম একজন বলেছিল বাংলা সাইটে ভালো বিজ্ঞাপন আসে না এবং অনেক ক্ষেত্রই দেখা যায় সেখানে নির্দিষ্ট কোন একটি বিজ্ঞাপন যা মোটেও আকর্ষণীয় নয়। কিন্তু bangladesh.net বা webbangladesh.com সাইটে গেলেই দেখতে পারেবেন এর সম্পূর্ণ ব্যাতিক্রম তাহলে সেখানে কিভাবে আসে। হ্যাঁ আমি সেটাই সবাইকে জানাবো।
প্রথমেই দেখব বাংলা সাইটে কেন কাঙ্খিত বিজ্ঞাপন আসে না। এডসেন্স এ মূলত এ জাভা স্ক্রিপ্ট এর মাধ্যমে সাইটের কী-ওয়ার্ড ও ট্যাগ এর সাথে সামঞ্জস্যপূর্ণ এড আসে। কিন্তু যারা বাংলা সাইট বানায় তারা অনেকেই আলাদা ইংরেজী কোন কীওয়ার্ড বা ট্যাগ ব্যাবহার করে না। কিন্তু এডসেন্স এ বাংলা না থাকায় সেখান কার বাংলা এড এর কীওয়ার্ড গুলোও ইংরেজীতেই থাকে। তাই বাংলা সাইটের সাথে সামঞ্জস্য না পাওয়ায় বাংলা সাইটগুলোতে নির্দিষ্ট একটি এড শো করে।
নিচের ছবিটি দেখুন এখানে চিন্হিত অংশে একটি নির্দিষ্ট বিজ্ঞাপন দেখাচ্ছে এই সমস্যার কারনে।

নিচের ছবিটি দেখুন এখানে চিন্হিত অংশে একটি নির্দিষ্ট বিজ্ঞাপন দেখাচ্ছে এই সমস্যার কারনে।

No comments:
Post a Comment