Saturday, January 17, 2015

আপনার পিসির অটো উইন্ডোজের আপডেট বন্ধ করুন খুব সহজে

সবাই জানেন সকল উইন্ডোজ এই অটোমেটিক আপডেট নেয় এর কারন হল বিভিন্ন নিরাপত্তা টুলস বা নতুন ফিচার এসব কারনে।উইন্ডোজ ভিস্তা,এক্সপি,সেভেন,এইট সব অপারেটিং সিস্টেমেই অটোমেটিক আপডেট এর বেবস্থা আছে।এই আপডেট ফাইলগুলো যথেষ্ট বড় ও সময় নিয়ে ডাওনলোড হয়।আর সবচেয়ে বড় ব্যাপার হল এই আপডেট আপনার তেমন কোন উপকারে আসবে না বা বলা চলে সম্পূর্ণ নেটটাই আপনার বিফলে যাওয়া আরকি!তাই এই অপ্রয়োজনীয় কাজ টি থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইলে এই পোষ্ট টি দেখতে পারেন আশা করি আপনার কাজে লাগবেই।আর অনেকেই হয়তো আগে থেকেই জানেন তাদের বলছি আপনাকে আর কষ্ট করে পোষ্ট দেখতে হবে না আপনি নিশ্চিন্তায় বের হয়ে যান!
তো আজ আমি আপনাকে বলছি কিভাবে খুব সহজে এই আপডেট টি বন্ধ করে দিতে পারেন। শুধু সিম্পল কিছু ক্লিক এর মাধ্যমেই আপনি এই কাজটি সেরে নিতে পারবেন যাতে আপনার বেশখানিক নেট অপচয় রোধ হবে টা বলাই যায়।
 উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে করনীয়ঃ
১.প্রথমে যান RUN অপশন এ।
২.এবার রান এ Control লিখে এন্টার দিন।
৩.এখন দেখুন Security Center এ এসেছেন সেখানে Automatic Update এ ক্লিক করুন।
৪.এবার সেখানে Never Check for Updates এ ক্লিক করে বের হয়ে আসুন।
ব্যাস আপনার পিসির এক্সপির জন্য অটো আপডেট অফ হয়ে যাবে।   
‡এখানে আপনাকে আমি আরো একটি কথা বলছি টা হল আপনি যদি এক্সপি দেওয়ার সময় এই কাজটি করতে চান তাহলে আরো ভাল এক্ষেত্রে আপনি উইন্ডোজ এক্সপি দেওয়ার সময় Never Check for Updates এর লাল আইকন টি তে টিক দিয়ে দিবেন তাহলে আর পরে এসে অফ করতে হবে না।
∆এবার দেখুন উইন্ডোজ ভিস্তা,সেভেন ও এইট এ কিভাবে অটো আপডেট অফ করবেনঃ
১.প্রথমে Run (Start+R) এ গিয়ে Control লিখে এন্টার দিন।
২.এবার নিচের দিকে যান ও Windows Update এ ক্লিক করুন।
৩.এখন Change Settings এ যান।
৪.Never Check for Updates সিলেক্ট করে OK এ ক্লিক করে বের হয়ে আসুন এখন আপনার পিসিতে আর উইন্ডোজ অটো আপডেট হবে না।

No comments: