Saturday, January 17, 2015

আবহাওয়ার খবর জানুন যখন তখন সম্পূর্ণ বাংলায়!

বাংলাদেশ ৬ ঋতুর দেশ । আমাদের দেশ রুপে গুনে বৈচিত্রে সম্পূর্ণ আলাদা একটা দেশ ! আমাদের দেশে ঝড় বৃষ্টি বন্যা জলোচ্ছ্বাস টাণ্ডা গরম সব রকম আবহাওয়ারই বিদ্যমান !
অঞ্চল বেধে কোন অঞ্চলে তার প্রকোপ বেশী কোন অঞ্চল এ কম ।
ধরুন আপনি ঢাকা থেকে সিলেট যাবেন বেড়াতে কিংবা কাজে, এর আগে আপনি সিলেট কখনো যাননি !
সো চলে গেলেন সিলেট কোন রকম আবহাওয়ার খোঁজ খবর না নিয়েই!
কিন্তু সিলেট এসে পড়লেন মহা বিড়ম্বনায় ! কারন ঢাকা এবং সিলেট এর আবহাওয়া তো এক রকম না ! আর এখন যে টাণ্ডা পড়েছে সিলেটে,
এই টাইম এ যদি পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় না নিয়ে আসেন তাহলে তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্তা হবে আপনার :P
কিন্তু এই বিড়ম্বনায় আপনি পড়তেন না, যদি আপনি এক মিনিট এ সিলেটের আবহাওয়ার খোঁজ খবর নিয়ে আসতেন!
বাংলাদেশে প্রধানত দেখা যায় আবহাওয়ার খোঁজ খবর নেন সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চল এর মানুষ বা যারা সমুদ্র তে বিভিন্ন পেশায় নিয়োজিত একমাত্র তারা ।
কিন্তু আপনারা যদি ইউরোপ, আমেরিকা বা অন্যোন্য দেশে যান তাহলে দেখবেন তারা কোথাও বের হবার আগে ঐ অঞ্চল এর আবহাওয়ার খোঁজ খবর ভাল করে জেনে তার পর যায়।
আমরা তো উদার জাতী তাই সব বিষয়ে আমরা একটু বেশি-ই উদারতা দেখাতে যাইয়া পড়ি বিড়ম্বনায়! কোথাও বেড়াতে যাব বেড়িয়ে পরলাম বিন্দাশ নো চিন্তা ডু ফুর্তি স্টাইল এ :D
এর পর যা হবার তাই হয় ! বেড়ানোর আনন্দ টা হয়েযায় মাটি তার সাথে যারা আপনার সংগে যাবে তাদের ও বেড়ানোর ১২ টা বাজিয়ে দিলেন আপনি :(
***********************************************************************************
যাই হোক অনেক লম্বা একটা লেকচার দিয়ে দিলাম :P এখন যাই মুল আলোচনায় ।
আমি নিচে পর পর ৩ টা ওয়েবসাইট শেয়ার করব এর মাঝে ২ টা তে পাবেন সম্পূর্ণ বাংলায় আবহাওয়া পূর্বাভাস একদম সঠিক ভাবে
১ । প্রথমে আপনে এই লিংক এ ক্লিক করুন > http://www.ajkerweather.com/> এর পর নিচের চিত্রের মত স্ক্রীন আসবে।
তার পর লাল চিহ্নিত অংশে আপনার বিভাগ টি সিলেক্ট করে দিন তার পর আপনারা দেখবেন আপনার জেলা টির নাম চলে আসছে !
এখন দেখে নিন আগানি ৩ দিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া !

২ । এখন এই ওয়েব লিংক এ ক্লিক করুন http://www.foreca.in/Bangladesh/দেখবেন নিচের স্ক্রীন এর মত আসবে । এখন লাল মার্ক করা অংশে আপনার শহরের নামটি লিখে অতবা ডান ধীকে আপনার বিভার এর নামের উপর ক্লিক করেও দেখে নিতে পারেন আগামি 5 দিনের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এর তথ্য !

৩ । এখন যে সাইট টির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এটা হল ইংরেজিতে এবং এটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুর Yahoo! Weather Forecastsসাইট http://weather.yahoo.com/! এটাতে আপনি খুব সঠিক ভাবে পাবেন আগামি ৫ দিনের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এর তথ্য!
লাল মার্ক করা অংশে আপনে যে এলাকার আবহাওয়ার তথ্য জানতে চান সঠিক ভাবে ঐ সার্চ বক্স এ টাইপ করুন , পেয়ে যাবেন বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এর তথ্য !

তো পেয়ে গেলেন আবহাওয়ার তথ্য জানার কিছু অসাধারণ ওয়েব সাইট এর এড্রেস এবং বিস্তারিত !

No comments: