Thursday, January 15, 2015

আপনার পিসির ডেস্কটপের সব ফাইল বা ফোল্ডারের নামের কালার পরিবর্তন করুন খুব সহজে…

বাংলাদেশে কম্পিউটার এর ব্যাবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কম্পিউটার ব্যাবহার করতে গিয়ে আমাদের নানা ধরনের ঝামেলায় পরতে হয় । তেমনি একটা ঝামেলা হচ্ছে ডেস্কটপের ফাইল ও ফোল্ডার আইকন গুলোর Background এ নিল বা অন্যকোন কালার চলে আশা । এতে দেখতে যেমন খারাপ লাগে তেমনি কোন ফাইল বা ফোল্ডার ক্লিক করে থাকলেও তা বুঝতে কষ্ট হয় । এ ঝামেলায় আমি ও পরেছি । অনেকেই হয়ত এটা জানেন , যারা জানেন না তাদের জন্য শেয়ার করলাম

01
অবশ্য, অনেকে আইকন গুলার নাম দেখতে ও বুঝতে সুবিধার জন্য আইকনের চারপাশে কালার ব্যাবহার করে থাকেন ।
চলুন তাহলে প্রথমে দেখা যাক কিভাবে কালার দেওয়া যায়
কালার দেওয়ার প্রথমে Mycomputer এর প্রপারটিজ এ ক্লিক করতে হবে
02
০২ এবার Advance > Perfomance Setting > visual effect এ যান এবং use drop shadows for icon labels on the desktop এ চেক তুলে দিয়ে Apply > ok দিন ।
02
এখন আমরা আইকন গুলার বেকগ্রাউন্ড কালার পরিবরতন করব

প্রথমে ডেক্সটপ এ রাইট বাটন ক্লিক করে প্রপারটিজ এ যান
এরপর Desktop > color এ ক্লিক করে আপনার পছন্দের কালার নিরবাচন করুন
আমি White দিলাম । Apply > ok দিয়ে বেরিয়ে আসুন । দেখবেন পরিবর্তন হয়ে গেছে
এবার আমরা ডেস্কটপ এর আইকন এর বেকগ্রাউন্ড এর কালার টা মুছে ফেলা দেখব

প্রথমে Mycomputer > properties > advance > performance setting > visual effect এ যান ।
এবার use drop shadows for icon labels on the desktop এ চেক করে  দিয়ে Apply > ok দিন
দেখবেন ডেস্কটপ  আইকন এর বেকগ্রাউন্ড এর কালার চলে গেছে ।
এই ছিল পোষ্ট …ভালো রাগলে লাইক দি ভুলবেন না

No comments: