Tuesday, January 13, 2015

আপনার কম্পিউটারের হার্ডওয়ার ড্রাইভারের বেকআপ আথবা রিস্টোর করুন

আমাদের অনেক সময় বিভিন্ন ড্রাইভার সফটওয়্যার হারিয়ে ফেলি যদিও ড্রাইভার সফটওয়্যার প্রোডাক্টের নিজ নিজ সাইট থেকে কালেকশন করা যায় তবে Double Driver সফটওয়্যারটির দিয়েও আপনারা ড্রাইভার সফটওয়্যার এর বেকআপ অথবা রিস্টোর করতে পারবেন।
প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন।
তারপর ডাবল ড্রাইভ ওপেন করে আপনার কম্পিঊটারে কি কি ড্রাইভার সফটওয়্যার আছে তা বের করতে Scan এ ক্লিক করুন
1
তারপর আপনি যেই ড্রাইভারের বেকআপ রাখতে চান সেগুলো সিলেক্ট করুন।
তারপর বেকআপ এ ক্লিক করুন।
2
তারপর কোথায় বেকআপ রাখবেন তার লোকেশন দিন তারপর Ok দিন
19
প্রোগ্রেস রিপোরট দেখা যাবে
4
কমপ্লিট হয়ে গেলে নিচের ছবিটার মতো দেখতে পাবেন।
113ব্যস হয়ে গেল আপনার ড্রাইভার সফটওয়্যারের বেকআপ।

No comments: