Tuesday, January 13, 2015

নিজে নিজেই ভিজুয়াল বেসিক শিখি এবং সফটওয়্যার বানাই !

অনেকেই মনে করেন প্রোগ্রামিং অনেক কঠিন এবং ভয় পাব প্রোগ্রামিং করতে ।কিন্তু জানেন কি প্রোগ্রামিং কম্পিউটার এর সব চাইতে সহজ বিষয় যা একবার শিখতে পারলে অনেক দিন পর্যন্ত মনে থাকে।
আমি আজ আপনাদের সাথে ভিজুয়াল বেসিক নিয়ে আলোচনা করবো । প্রথমেই আপনি ভিজুয়াল বেসিক ৬.০ install করুন । এরপর start থেকে program option থেকে visual basic 6.0 অপেন করুন।
এরপর একটি Form ওপেন হবে ।আপনি বাম পাশ থেকে command button রাইট ক্লিক করে form এ রাইট বাটন চেপে ধরে একটি বাটন create করুন । না বুঝলে নিচের ছবি দেখুন।
এরপর command button এ ডাবল ক্লিক করুন এবং নিচের command লিখুন :
form1.backcolor=vbred
আপনি এখানে red এর জায়গায় অন্য color ব্যাবহার করতে পারেন ।এরপর F5 চাপুন । নিচের মত একটী উইন্ডো আসবে ।
এরপর command1 এ ক্লিক করুন । দেখুন আপনার ফরম এর ব্যাককালার লাল হয়ে গেছে। ইচ্ছা করলে আপনি অন্য কালার ও করতে পারেন।
ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন !!! :)
সময় পেলে ভিজুয়াল বেসিক এবং অন্যান্য প্রোগ্রামিং এর এর টিউটোরিয়াল টিউন করবো ।

No comments: