Tuesday, January 13, 2015

এক ক্লিকে ইনপুট করুণ সকল আইডি এবং ক্লাস স্টাইলশিটে

এইচটিএমএল থেকে আইডি এবং ক্লাস স্টাইল শিটে নেয়া প্রতিটি ওয়েব ডেভেলপারের জন্য বিরক্তিকর ব্যাপার। আর এই বিরক্তিকর বিষয় টিকে সহজ করতে আজকের টিউন, আশা সবার খুব কাজে লাগবে।   এইটি ব্যবহার করা ও খুব সহজ তাই আশা করি সহজে সবাই ব্যবহার পারবেন।
প্রথমে ExtractCSS.com এই লিঙ্কে যান। নিচের মতো পেইজ দেখতে পাবেন।
এবার আপনার মার্কাপ বা এইচটিএমএল এর <body>-এর ট্যাগ এর কোড গুল ১ নং বক্সে পেস্ট করুন। এখন ২ নং বক্স বা Extract! ক্লিক করুন।এবার ৩ নোং বক্সে যাদু দেখুন, সব আইডি এবং ক্লাস সিরিয়ালি চলে এসেছে।

চলে যখন এসেছে কি আর করা Select All ক্লিক দিয়ে কপি করে স্টাইলশিটে ব্যবহার করুন।একটু বেশি সহজ হয়ে গেল না!

No comments: