Friday, January 30, 2015

যেভাবে পিসি দিয়েই প্লেষ্টোরের অ্যাপ ডাউনলোড করবেন

আমরা সবাই জানি যে পিসি দিয়ে প্লেষ্টোরের অ্যাপ গুলো ডাউনলোড করা যায় না। তাই আমরা এসব অ্যাপ গুলো ডাউনলোড করার জন্য গুগ্লিং করে হাজারটা সাইট ঘুরে ঘুরে ডাউনলোড করি এইসব অ্যাপ গুলো। আজ আমরা দেখব কিভাবে খুব সহজেই প্লেষ্টোরের অ্যাপ পিসি দিয়েই ডাউনলোড করা যায়। এই কাজটি করতে হলে প্রথমেই আপনাকে আপনার পছন্দর অ্যাপটি খুঁজে নিতে হবে গুগল প্লেষ্টোর থেকে।
apps2
আপনার পছন্দর অ্যাপটি পেয়ে গেলে অ্যাপটির প্যাকেজ নেম বা অ্যাপটির ইউআরএল কপি করে নিন। কপি করা হয়ে গেলে evozi.com এই সাইটটিতে যান। এবার ইউআরএল বক্সে থিকানাটি পেস্ট করুন নিচের ছবির মত করে।
apps3
পেস্ট করার পর জেনারেট ডাউনলোড লিঙ্ক বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড সময় নিতে পারে, ডাউনলোড লিঙ্ক জেনারেট হয়ে গেলে নিচে একটি সবুজ ডাউনলোড বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করে আপনার পছন্দের অ্যাপটি ডাউনলোড করে নিন।


No comments: