Tuesday, January 13, 2015

১০টি ফ্রি ওয়েবসাইট মনিটরিং সার্ভিস

আজকাল আমারা অনেকেই শখের বশে ব্লগ/ওয়েবসাইট তৈরী করে থাকি, আবার অনেকেই প্রফেশনালি। শখের বশেই হোক আর প্রফেশনালি হোক, একটা জিনিস কিন্তু পরিস্কার যে ওয়েবসাইট মনিটরিং করাটা ছেলের হাতের মোয়া না।সাইটে যখন ট্রাফিক লোড বেরে যায় তখন আমরা অনেকেই বিপদে পরে যাই। বলতে পারিনা কখন ওয়েবসাইট/ব্লগ ডাউন হয়ে যাচ্ছে। আর প্রপার মনিটরিং সার্ভিস ছাড়া সাইট মেইনটেইন করাটা দুঃসাধ্য ব্যাপার হয়ে পরে।
তাই আজ টিউনার বন্ধুদের সাথে পরিচয় করাব কয়েকটি ফ্রি সাইট মনিটরিং সার্ভিসের সাথে -

মনিটর আস

monitor-us.png
এটি একটি ২৪X৭ সাইট মনিটরিং এবং ইমেইল এ্যালার্টিং সার্ভিস যা আপনাকে ওয়েবসাইট ডাউন হওয়া মাত্রই ইমেইলে নোটিফাই করা হবে। তাছারা আরো আছে আপটাইম এবং রেসপন্স টাইমের রিপোর্টও অফার করছে। ইউজার ইন্টারফেস খুবই সহজ এবং ফিচারে লোড করা।

মনটাসটিক

দশ মিনিটের স্প্যানে দুটি সার্ভারে সর্বোচ্চ একশটি ইউআরএল মনিটর করার অফার করছে এই এই সার্ভিস। তাছাড়া সার্ভার আপ ডাউনের টাইমেও ইমেইল এ্যালার্ট তো থাকছেই।

সার্ভিস আপটাইম

service-upt-ime.png
এটি ৩০ মিনিটের ইন্টারভ্যালে একটি মনিটর করতে পারে। আপ/ডাউন টাইমের ইমেইল নোটিফিকেশান এবং সহজ উজার ইন্টারফেস অনেক টেকিদেরও ইম্প্রেস করেছে।

সাইট আপটাইম

site-uptime.png
এটি একটি ফ্রি ওয়েব প্ল্যান যা আপনার সাইটকে ৩০ অথবা ৬০ মিনিটরে জন্যে মিনটর করে থাকবে। একটি ভালো সার্ভিস হওয়া স্বত্বেও এদের একটা সমস্যা হচ্ছে এরা এখনও লোকেশান ব্যাসিসে তাদের সেবা দিচ্ছে।

হোষ্ট ট্র্যাকার

host-tracker.png
ভিন্ন দুটি সার্ভারের দুটি ইউআরএল মনিটরিং করার মত একটি ফ্রি ওয়েব প্ল্যান। বর্তমানে তরা ৫০টিরো বেশি নোডে তাদের মনিটরিং সার্ভিস চালু রেখেছে।

ফ্রি সাইট স্ট্যাটাস

free-site-status.png
এদের ওয়ার্ল্ডওয়াইড নয়টি মনিটরিং নেটওয়ার্ক রয়েছে। এটি আপনার সাইট অথবা সার্ভারকে এই নয়টি মিনটরিং নেটওয়ার্কের সাহায্যে ধাপে ধাপে আরো সহজে মনিটরিং করার অফার দিচ্ছে।

সাইট ২৪X৭

site-24.png
সর্বোচ্চ দুটি ওয়েবসাইটকে ৬০ মিনিট বা তার চেয়ে বেশি সময়ের জন্যে মনিটরিং করার অফার দিচ্ছে এই সার্ভিস। এর সবচেয়ে কুল ফিচার হচ্ছে এর এসএমএস সার্ভিস। সার্ভার আপ/ডাইন টাইমে আপনাকে এসএমএস এবং ইমেইলের মাধ্যমে নোটিফাই করা হবে এবং আপনার ফ্রি এ্যাকাউন্ট কখনও ডিএ্যাকটিভেট হয়ে যাবে না।

লাইভ ওয়াচ

live-watch.png
জার্মানির একটি ফ্রি মনিটরিং সার্ভিস। অর্থাৎ এদের প্রতিষ্ঠানটিই শুধু মাত্র জার্মানির। এদের ফিচারগুলো টেকিদের প্রশংশা পেয়েছে অনেক। এর আছে ইমেইল, ১০টি এসএমএস এবং ইয়াহু ম্যাসেজ্ঞার সার্ভিস।

ব্যাসিক স্টেট

এটি আনলিমিটেড সাইট মনিটরিং সার্ভিস। আপনার সাইটে কোন কারনে ডাউন হলে অথবা নেটওয়ার্ক আউটগেজ সার্ভিস, সার্ভার ওভারলোড, ডিএনএস কনফিগারেশান এবং এসএসএল সমস্যা সংক্রান্ত সম্যা তৎক্ষনাৎ আপনাকে এসএমএস এবং ইমেইলের সাহায্যে নোটিফাই করে দেয়া হবে।

ইন্টারনেট সির

internet-seer.png
বিভিন্ন ভোগৌলিক মনিটরিং স্টেশনের মাধ্যমে আপনার সাইটকে একটি নির্দিষ্ট সময়ের জন্যে মনিটরিং করে থাকে। অন্যান্ন সার্ভিসের মত এরও আছে এসএমএস এবং ইমেইল এ্যালার্ট।
ধন্যবাদ

No comments: