এন্টিভাইরাস হিসেবে ক্যাসপারস্কাই এর বেশ নাম ডাক আছে। এর পারফরম্যান্স বেশ ভাল এবং ইন্টারফেস ও দারুন। কিন্তু ক্যাসপারস্কাই ফ্রি না। ৩০ দিন ধুমিয়ে ব্যবহার করতে পারবেন। কিন্তু এরপরই প্রায় ৳ ৪০০০ টাকা খরচ করে আপনাকে এর লাইসেন্স কী কিনতে হবে। কিন্তু আমাদের দেশে সফটওয়্যার কিনে ব্যবহারের সংস্কৃতি এখনও গড়ে উঠেনি। অনেকে বুঝেই না সফটওয়্যার কেনার অর্থ কী। আর তাই কমার্সিয়াল সফটওয়্যার গুলোর ট্রায়েল ভার্সন গুলো ক্র্যাক করে ব্যবহারেই আমারা বেশি অভস্ত। কিন্তু ক্যাসপারস্কাই ক্র্যাক করে ও খুব একটা লাভ হয় না। ৩০ দিন পর আপডেট দিলেই লাইসেন্স কী ব্ল্যাক লিস্টেড হয়ে যায়।
আজকে আপনাদের ক্যাসপার স্কাই এর পুরো ১০০ দিনের লাইসেন্স কী একদম মাগনা পাওয়ার উপায় শিখিয়ে দিচ্ছি। কম্পিউটার শপার তার পাঠকদের জন্য ১০০ দিনে এই লাইসেন্স কী ফ্রী দিচ্ছে। তবে পাঠক না হয়েও ছোট একটা চালাকি করে আপনিও পেতে পারেন ১০০ দিনের পুরো অরিজিনাল বৈধ লাইসেন্স কী।
ফ্রী লাইসেন্স কী পাওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন
- প্রথমে এখান থেকে ক্যাসপার স্কাই ২০০৯ ডাউনলোড করে নিন।
- এবার কম্পিউটার শপারের এই প্রমোশনাল পাতায় যান।
- প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে ফরমটি পূরণ করুন।
- এবার পরের পাতায় এসে আপনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এখানেই আপনাকে চালাকিটা করেতে হবে। প্রথমেই খুব ভাল করে দেখুন ( টেক্সট বক্সের ডান পাশে ) আপনাকে enter the fifth word of the sixth step প্রশ্নটি করা হয়েছে কিনা। যদি না করে থাকে তবে back বাটনে ক্লিক করে পিছনে যান এবং আবার সাবমিট দিন যতখন পর্যন্ত এই fifth word of thesixth প্রশ্নটি পান। আর এই প্রশ্নটি আসলেই বক্সে লিখুন also এবং সাবমিট দিন।
- ব্যস আপনার মেইল বক্সে পেযে যাবেন পুরো ১০০ দিনের লাইসেন্স কী।
ধর্য্য না হারিয়ে বার বার চেস্টা করুন আর ভাগ্য ভাল হলে প্রথম চান্সেই পেয়ে যেতে পারেন। দেরি কইরেন না কারণ অফারটা শেষ হইয়া গেলে পরে পস্তাইবেন। কে যানে এই রকম অফার আর পান কিনা??
এভাবেই নীতিগত দিক দিয়ে এবং টেকটিউনসের নীতিমালা অনুসারে ক্র্যাক বিতরণ ঠিক না। তাই এরকম বৈধ অফারের আরও খোঁজ দিয়ে আপনাদের উৎসাহিত ও উপকার করার ইচ্ছা রইল। তবে আপনারা মন্তব্য দিতে কার্পণ্য করবেন না।

No comments:
Post a Comment