Friday, January 30, 2015

ইংরেজি মুভিঃ বাংলা সাবটাইটেল ও কিছু কথা

আজ একটি বেতিক্রম ধর্মী পোস্ট নিয়ে হাজির হলাম, আশাকরি আপনারা উপকৃত হবেন। বর্তমানে ফেসবুকে একটু চোখ বোলালেই অনেক মুভি লাভারদের চোখে পড়ে। মুভি লাভার যেমন বেড়ে চলছে ঠিক সেই ভাবে জনপ্রিয় হতে চলছে বাংলা সাবটাইটেল। ইংরেজি মুভি গুলো দেখার সময় আমরা সাবটাইটেল সহ দেখতে পছন্দ করি। ইংরেজি কম বা বেশি পারি সেটি মুখ্য ব্যাপার নয়, তবে সাবটাইটেল সহ মুভি দেখলে চোখে না পড়া অনেক কিছু আমাদের বুঝতে সুবিধে হয়। এইতো গেলো ইংরেজি সাবটাইটেলের কথা, তবে বর্তমানে কিছু মহৎ বেক্তি বিভিন্ন জনপ্রিয় ইংরেজি মুভির বাংলা সাবটাইটেল তৈরি করে যাচ্ছেন। আপনারা চাইলে এই সাবটাইটেল গুলো ব্যবহার করতে পারেন। এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে এই নিয়ে কাজ করা যায়।

কোথায় পাবেন বাংলা সাবটাইটেল?

  • প্রথমেই subscene.com এই সাইটে যান। তারপর আপনার কাঙ্ক্ষিত মুভিটি সার্চ করুন।
banglaSubtitle
  • এবার দেখুন আপনার কাঙ্ক্ষিত মুভিটির বাংলা সাবটাইটেল আছে কিনা। থাকলে ডাউনলোড করে নিন। ( অবশ্যই মুভিটিও সংগ্রহ করে নিতে হবে )
  • এবার মুভিটি KM Player দিয়ে ওপেন করুন। ( KM Player এ বাংলা ফন্ট ভালো আসে )
banglaSubtitle2
  • কেএম প্লেয়ারে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করা সাবটাইটেলটি লোড করুন উপরের ছবির মত করে।
সাবটাইটেল
তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত মুভিটি দেখতে পাবেন বাংলা সাবটাইটেল সহ। কোন সমস্যা হলে মন্তব্য করুন, সবাইকে ধন্যবাদ।
পোস্টটি আপনার কেমন লেগেছে?

No comments: