Tuesday, January 13, 2015

টিভি দেখুন আপনার ডেস্কটপ মনিটরে জুস্ট মিডিয়া প্লেয়ারের সাহাজ্যে

Joost.com এর নাম শুনেছেন। এই সাইট টি একটি ফ্রি সাইট হিসাবে বিভিন্ন টীভি অনুষঠাণ, মিউজিক ভিডিও, এমন কি মুভিও ইনটারনেটের মাধ্যমে দেখায়।কিন্তু তার জন্য আপনার কাছে থাকতে হবে ওরিজিনাল জুস্ট ডেস্কটপ আ্যপ্লিকেশন।
ডেস্কটপে জুস্ট
  1st1.JPG
চিন্তার কারন নায়। আপনার কাছে ওরিজিনাল জুস্ট ডেস্কটপ আ্যপ্লিকেশন না থাকলে ও চলবে।এর জন্য থাকতে হবে জুস্ট মিডিয়া প্লেয়ার, যা আপনি ডাউনলো্ড করতে পারেন নিচে দেওয়া লিঙক থেকে।এটি একটি
Adobe AIR app। আরো আছে বন্ধুগন, এটি দিয়ে শুধু টিভি দেখায় ন য়, আপনি যে ভিডিও টি দেখছেন, তার লিঙ্ক আপনি আপনার টুইটার বন্ধু দের সাথেও শেয়ার করতে পারেন।
2nd1.JPG
Picture in Picture
আরো আছে, সবচেয়ে মজাদার টুলস হলো
Picture-in-Picture effect। আপনি একই সঙ্গে ভিডিও দেখতে দেখতে জুস্ট লাইব্রেরিও সার্চ  করতে পারবেন।
untitled.JPG
এটাকে
Adobe Media Player সাথে গুলিয়ে ফেলবেন না। Adobe Media Playerএ রেকরড বা ডাউনলো্ড করার অপশন নেয়। কিন্তু জুস্ট মিডিয়া প্লেয়ারে আছে। ফলে আপনি আপনার পছন্দ মতো অনুষঠান রেকরড বা ডাউনলো্ড করতে পারবেন খুব সহজেই।আপনি এর সাহায্য শুধু জুস্ট সাইট থেকেই নয়, এমনকি
CBS, CNBC, Viacom, Comedy Central, MTV, Nickelodeon এবং আরো অনেক সাইট থেকেও দেখতে পারবেন।
4th1.JPG

No comments: