Friday, January 30, 2015

যারা নোকিয়া মোবাইল মডেম হিসেবে ব্যাবহার করেন তাদের ইন্টারনেট স্পীড বাড়িয়ে নিন ।

প্রথমে সবাইকে আমার সালাম ও শভেচ্ছা ।
আমরা  সাধারণত  নোকিয়া মোবাইল দিয়ে  পিসি সুইট এর মাধ্যমে মোবাইলকে মডেম হিসেবে ব্যাবহার করি । কিন্তু এই ভাবে ইন্টারনেট স্পীড তেমন ভাল পাওয়া যায় না । আপনি ইচ্ছা করলে নিচের পদ্ধতি অনুসরন করে ভাল ইন্টারনেট স্পীড পেতে পারেন ।
১। প্রথমে আপনার মোবাইলটি পিসির সাথে ডাটা ক্যাবল এর সাহায্যে PC Suite মোডে Connect করুন ।
২। তারপর পিসি সুইট ওপেন করে  Connect To The Internet এ ক্লিক করুন । ২ থেকে ৩ সেকেন্ড সময় লাগবে Connect হতে ।
৩। এখন টাস্ক বারের একদম ডান কিনারের দিক থেকে Network মেনুতে মাউসের Left বাটন ক্লিক করুন , নিচের মত একটি একটি মেনু আসবে ।
৪। এখান থেকে নিচের চিত্রের মত Nokia ……… USB Modem (Connected) এ মাউসের Right ক্লিক করে Properties এ ক্লিক করুন ।
৫। নিচের মত একটি মেনু আসবে । এখানে কিছু না করে, আগে PC Suite  ওপেন করে ইন্টারনেট Disconnect করে তারপর এখান থেকে Configure এ ক্লিক করুন ।
৬। এখন আরেকটি মেনু আসবে নিচের চিত্রের মত । এখান থেকে Maximum speed (bps) 460800 এর জায়গায় 921600 সিলেক্ট করে OK করে বেরিয়ে আসুন, ব্যাস কাজ শেষ । এখন PC Suite ওপেন করে ইন্টারনেট Connect করে আরামে বেশি গতিতে ইন্টারনেট ব্যাবহার করুন ।

বিঃ দ্রঃ এই সেটিংস টা ডিফল্ট হিসেবে নাও থাকতে পারে । তাই প্রতি বার Connect করার আগে সেটিংস টি পুনরায় Configure করে নিন ।
আজ এই পর্যন্তই ধন্যবাদ । ভাল লাগলে কমেন্ট করুন

No comments: