Tuesday, January 13, 2015

Google Authorship – Search Result এ আপনার সাইটের লিংক এর সাথে আপনার নিজের ছবি দেখুন

যারা প্রায়ই Google এ সার্চ করে থাকেন তারা বিষয়টা অবশ্যই লক্ষ্য করে থাকবেন। সার্চ করলে মাঝে মাঝে রেজাল্টের সাথে লেখকের ছবি সহ চলে আসে। এটা শুধু Google এ সার্চ করলেই দেখতে পাবেন। বিং বা ইয়াহুতে এখনো বিষয়টি চালু হয়নি। আজ থেকে ঠিক বছর দুয়েক আগে গুগল এই সেবাটি চালু করে। এবং এর নাম দেয় Google Authorship Program.
Google Authorship Program আসলে কি? 
খুবই সাধারণ ব্যাপার। ধরুন আপনার একটা সাইট আছে। হতে পারে ব্লগার বা ওয়ার্ডপ্রেস। এখন ঐ সাইটটি যদি আপনি একটা জিমেইল আইডি দ্বারা পরিচালনা করেন এবং ঐ একই জিমেইল আইডি দিয়ে যদি আপনার Google + Profile এনাবল করা থাকে তাহলেই হয়ে গেল। অবশ্য আরেকটা ব্যাপার আছে। আপনার সাইটের লিংকটি Google+ Profile এ দেয়া থাকতে হবে। তাহলেই দেখবেন আপনাকে Search Result এ শো করছে। নিচের ছবিটি খেয়াল করুন:
মজার ব্যাপার হল আমাকে কিন্তু এটা এনাবল করতে হয়নি! কারণ আমি যেহেতু Blogger ব্যবহারকারী, Google+ Profile এনাবল করা, Site এর লিংক Profile এর সাথে কানেক্ট করা, তাই Automatically আমি এটা পেয়ে গেছি। (আরে অনেকেই পেয়ে গেছে)
এবার দেখি কি করে আপনার সাইটের জন্য এটা Active করবেন: (যারা Already এটা পেয়ে গেছেন তাদের আর এসব ধাপ অনুসরণ না করাই ভাল! ভুল হলে আমার মত বিপদে পড়ে যাবেন। যখন Enable থেকে Disabled হয়ে যাবে!)
প্রথমে নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত করুণ: 
  • আপনার পরিচয় সনাক্ত করা যায় এমন একটা ছবি সহ Google+ Profile থাকতে হবে।
  • আপনার সাইটের post এর শেষে অবশ্যই by line থাকতে হবে। যেমন- Posted by Abdur Rahaman.
  • Google+ Profile এর নামের Spelling আপনার সাইটে ব্যবহার করা নামের সাথে Exactly Same হতে হবে।
  • Google+ Profile এর Email, আপনার সাইটের Email এর সাথে Exactly Same হতে হবে।
এখানেই শেষ নয়। আরো কাজ বাকি আছে!
  • এবারে দয়া করে চলে যান আপনার G+ Profile এ
  • সেখান থেকে About
  • এখানে আপনার সম্পর্কে  অনেক তথ্য দেখতে/ পরিবর্তন করতে পারবেন। সোজা Links এ চলে যান।
  • তারপর দেখুন Contributor To অপশন (নিচের ছবিটা লক্ষ্য করুণ)
  • আপনার সাইট এর Title আর URL এখানে বসিয়ে দিন। শেষ!
তারপর কয়েকদিন অপেক্ষা করুন গুগল এটাকে নিজের মেমেরীতে নিয়ে নেবার জন্য। কপাল ভাল হলে হয়তোবা সাথে সাথে বা পরদিনই একটিভ অবস্থায় পাবেন। আরেকটা কথা- আপনার ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করে নিন। তা না হলে হয়তোবা Google ইনডেক্স করে ফেললেও আপনার ব্রাউজার ছবি দেখাবে না।

No comments: