Saturday, January 17, 2015

google page rank বিষয়ে কিছু টিপস (গুরুত্বপূর্ণ)

আমরা যারা নিজেদের ওয়েবসাইট পরিচালনা করি তারা সকলেই page rank সম্পর্কে ভালই জানি। page rank হল গুগলের নিজস্ব রেটিং সিস্টেম। এটি দিয়ে গুগল কোন ওয়েব পেজের মান বুঝিয়ে থাকে। এখন এখানে কিছু বিষয় সম্পর্কে বলা হবে যা অনুসরণ করলে আপনার Page Rank বাড়বে বলে আশা করা যায়।

যেসব বিষয়ের উপর নির্ভর করে আপনার Page Rank বাড়ার সম্ভাবনা তৈরি হয়

  • উচ্চ মানের কন্টেন্ট প্রকাশ করা।
  • সাইট সাবমিট করা বিভিন্ন ওয়েব ডাইরেক্টরিতে।
  • গেস্ট পোস্ট বা অতিথি পোস্ট করা আপনার সাইটের সাথে সামঞ্জস্য আছে এমন সাইটে।
  • লিংক এক্সচেঞ্জ করায় মনোযোগী হওয়া।
  • আপনার কন্টেন্ট আপডেট রাখা।
  • বিভিন্ন ব্লগে মন্তব্য করা। 
  • সোশ্যাল বুকমারকিং করা।
  • সাইট যাতে সবসময় নেটে লাইভ থাকে সে দিকে খেয়াল রাখা। 
  • সঠিক কী ওয়ার্ড নির্বাচন করা
  • বিভিন্ন সাইটে আপনার সাইটের বিজ্ঞাপন দেয়া।
  • আপনার সাইটের লিঙ্ক গুলোর উপর জোর দিতে পারেন।
  • ভাল ভাল ফোরাম গুলতে জয়েন করতে পারেন। 
  • ইমেইল করার সময় আপনার সাইটের লিঙ্ককে স্বাক্ষর হিসেবে বাবহার করতে পারেন।
  • গুগলের Page Rank কিভাবে করে তা সম্পর্কে ভাল ধারণা রাখা।
  • ব্ল্যাক হ্যাট মেথড কোন ভাবেই বাবহারে উৎসাহিত না হওয়া।

No comments: