হাউ ডু আই ফেসবুক howdoifacebook.com
ফেসবুকে যারা নতুন, তাদের জন্য বেশ কাজের একটি সাইটের নাম হাউ ডু আই ফেসবুক। নামের মতই এই সাইটের কনটেন্ট খুব সহজেই বোঝা যায়। নতুন ফেসবুক ব্যবহারকারীরা কী করে ফেসবুকের নানান ফিচার ব্যবহার করতে পারেন, তা নিয়ে আলোচনা রয়েছে এই সাইটে। ফেসবুকের নিজস্ব ‘হেল্প সেন্টার’ থেকেই ফেসবুক সংক্রান্ত নানান প্রশ্নের জবাব মিলতে পারে। তবে অনেকেই ফেসবুকের সেই হেল্প সেন্টারটিকে সহজবোধ্য মনে করেন না। তাদের জন্যই খুব কার্যকরী হয়ে উঠতে পারে এই সাইটটি। ফেসবুকে ব্যবহূত বিভিন্ন শব্দের অর্থ ও এর ব্যবহার, ফেসবুক বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও উত্তর এই সাইটটিতে পাওয়া যাবে। নতুন ব্যবহারকারীদের মত তাই পুরোনো ফেসবুক ব্যবহারকারীরাও এই সাইটটি ভিজিট করে দেখতে পারেন। এই সাইটের ঠিকানা www.howdoifacebook.com ..
No comments:
Post a Comment