Friday, January 30, 2015

আপনার wapka সাইটকে .tk সাইট বানান

আপনাদের অনেকরই wapka.mobi সাইট আছে৷এটাকে কী করেtk করতে হয় তা আপনাদের কে শেখাবো৷তাহলে শুরু করি৷

প্রথমেwww.dot.tk
তে যান৷এরপর আপনার কাঙ্খিত ডোমেইন এর নাম দিয়ে enter করুন৷
এবার আপনিDns service
নামে একটি অপশন দেখতে পারবেন,সেখানে ক্লিক করুন৷এবারYour own dnsনামে একটি অপশন পাবেন৷সেখানে ক্লিক করলে অনেকগুলাবক্স দেখতে পারবেন৷


প্রথম বক্সে নিচের কোডটি বসান

ns1.wapka.mobi

এবার দ্বিতীয় বক্সে নিচের কোডটি বসান

ns2.wapka.mobi


এবার lifetime 12 months select করুন৷এবার captha দিন৷এবং enter করুন৷পরের পেজে আপনার নাম,ই-মেইল,পাসওয়ার্ড দিয়ে সেট করুন৷এবার আপনার ইমেইল এ যান৷সেখানে একটি dot.tk থেকে একটি মেইল এসেছে৷ওখানে একটি ভেরিফিকেশন কোড এবং একটি ভেরিফিকেশন লিঙ্ক পাবেন৷এবার ভেরিফিকেশন কোড দিয়ে ই-মেইল ভেরিফিকেশন করুন৷কাজ শেষ৷

এবার আপনার সাইটে লগইন করুন৷এবার সেখানে Domain service নামে একটি অপশন আছে৷সেখানে ক্লিক করলে Your own domain নামে অপশন আছে৷সেখানেআপনার তৈরী করা domain দিয়ে সেভ করুন৷

No comments: