Saturday, April 25, 2015

HTML ফাইলে বাংলা লেখা / ওয়েব সাইটে বাংলা লেখা

HTML ফাইলে বাংলা লেখা / ওয়েব সাইটে বাংলা লেখা HTML ফাইলে বাংলা লেখার জন্য ফাইলটিকে ইউনিকোডে সেভ করতে হবে। ইউনিকোডে সেভ করার জন্য এক কোড এডিটরে এক এক রকম করে সেভ করতে হয়। Notepad++  এ Encoding নামে একটা মেনু রয়েছে। Encoding থেকে Encode in utf-8 এ ক্লিক করলেই বাংলা লেখা যাবে।
unicode

No comments: