Sunday, May 24, 2015

এখন থেকে accounting এবং excel এর সব কাজ করুন এক সফটওয়্যার এর মাদ্ধম্যে, আজিবনের জন্য ফ্রী


কথা না বারিয়ে কাজের কথা বলে। আজ আমি আপনাদের একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। যার মাদ্ধম্যে আপনি যখন তখন যেখানে সেখানে ব্যবহার করে আপনার দৈনন্দিন হিসেব নিকেশ গুচিয়ে রাখতে পারবেন। সেই সাথে এক্সেল এ Export করতে পারবেন। আর সফটওয়্যার টি সম্পূর্ণ ফ্রী আজীবনের জন্য। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেই সাথে সব অ্যাকাউন্ট এই আনলিমিটেড ডেবিট এবং ক্রেডিট করতে পারবেন। এছাড়া সফটওয়্যার টি আপনি Customize ও করে নিতে পারেন আপনার ইচ্ছে মত।

সফটওয়্যার টি ব্যবহার করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, এন জি ও, স্টোর, গোদাওন, ট্রাভেল এজেন্সি সহ আর ও অনেক জায়গায়।

Install করার পদ্ধতিঃ
  • প্রথমে mysql-connector-net-6.9.5 file টি install করুন।
  • এরপর Setup ফাইল টি Install করুন। প্রয়োজনীয় password সমূহ SerialKey.txt file এ দেওয়া আছে।

বি দ্রঃ সফটওয়্যার টি চালানোর জন্য অবশ্যই আপনার কম্পিউটার এ ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

সফটওয়্যার টির মাদ্ধম্যে আপনি পৃথিবীর যেকোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। যে কোন কম্পিউটার এ ইন্সটল করেই কাজ করতে পারবেন। ধরুন আপনি আপনার বাসায় কাজ করবেন। কিন্তু আপনার অফিস অন্য জায়গায়। সেক্ষেত্রে সফটওয়্যার টি পেন ড্রাইভ এ রাখলে আপনি যে কোন জায়গা থেকে ইন্সটল করেই কাজ করতে পারবেন। যেহেতু এটি online.

তাহলে আর দেরি না করে ডাউনলোড করি নিচের লিঙ্ক থেকে
Download Now


No comments: