Monday, May 25, 2015

Adroid মোবাইলকে বানান পিসির টাচপ্যাড ও কীবোর্ড!


আজ আমি আপনাদের যে সফটটি দিব তা দিয়ে মুলত কম্পিউটারের মউস ও কীবোর্ড চালানো হয়।
তবে এর সাথে প্লাগিন্স যোগ করে আপনি মোবাইল কে গেম কন্ত্রলার এবং বিভিন্ন মাল্টিমিডিয়া প্লেয়ার ও গ্রাফিক্স ডিসাইনার সফটও চালাতে পারবেন। সফটটির নাম জিপ্যাড - gPad



  • প্রথমে সফট টি ডাউনলডের জন্য এখানে ক্লিক করুন ।
  • তারপর এখান থেকে পিসির জন্য সারভার ডাউনলডে করুন ও ইন্সটল করুন।
  • আপনার যদি ওয়াইফাই থাকে তাহলে ত ভালই না থাকলে connectify এর দ্বারা ওয়াইফিয়াই চালু করুন।
  • এবার মবাইলে সফটি লোড করে settings এ যান । সেখানে scan এ ক্লিক করুন।
  • তার আগে পিসি তে সারভার চালু করুন।
  • এবার দেখবেন মবাইলে আপনার পিসির নাম পাওয়া গেছে । এতে ক্লিক করুন।
ব্যস কাজ শেষ। মোবাইলে touchpad select করুন। এবার মজাটা দেখুন

No comments: