আমারা অনেকেই ইন্টারনেট অনেক দিন ধরে ব্যাবহার করে আসছি কিন্তু সহজে ফ্রী কোন কিছু ব্যাবহার করতে পারিনি তাই এবার তাদের জন্য ফ্রী ৫ মিনিত কল করুন যেকোনো মোবাইলে তাহলে শুরু করা যাক..
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
১/ এখানে যান PC অথবা মোবাইল দিয়ে।
২/Try us out with a free call এখানে ক্লিক করুন।
ca 350x223 কল করুন ফ্রী তে পৃথিবীর সকল মোবাইলে
৩/সাইন আপ ফরম আসবে। এখানে first name, last name, country, phone number (যেটা দিয়ে কথা বলবেন 0 বাদ দিয়ে নাম্বারটা দিন), email, password তথ্যগুলো দিন এবং Agree to our term এর বক্সে ক্লিক করে create a free account এ ক্লিক করুন। সাইন আপ শেষ।
৪/ welcome to localphone পেজ থেকে make a fee call সিলেক্ট করুন।
৫/এবার যাকে কল দিতে চান তার নাম, দেশ ও নাম্বার বসিয়ে choose how to call এ ক্লিক করুন
৬/call from your phone সিলেক্ট করুন। (পেজটা সেভ করুন)
৭/call me now এ ক্লিক করলেই আপনার মোবাইল এ কল আসবে এবং রিসিভ করলে মোবাইল এ 1 প্রেস করতে বলবে। প্রেস করুন। লাইনটি এমনিতেই কেটে যাবে।
৮/এরপর পেজ টি(যেটা সেভ করেছেন) রিলোড করলেই দেখবেন make your free call now or continue calling আছে ওখানে ক্লিক করলেই আপনার মোবাইলে আবার কল আসবে।
No comments:
Post a Comment