Friday, May 22, 2015

আপনার কম্পিউটারের স্পিকার বক্স দিয়ে হল রুমের এবং কোন অনুষ্টানে মাক্রফোন দিয়ে কথা বলুন মনের আনন্দে।


  • বন্ধুরা সবাই কেমন আছেন রমজান মাস ত প্রায় শেষের দিকে সামনে
  • আসতেছে ঈদুল ফেতর । আজকে যে সারকিটটি দিব যে সব বন্ধুরা
  • গ্রামের বাড়িতে ঈদের মাঠে ছুট কাট জামাতে নামায পরেন গ্রামের বাড়িতে
  • অনেক সময় মাইকের ব্যবস্থা থাকেনা ঐ যাগাতে মাইক হিসেবে আপনার
  • কম্পিউটার বক্সটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তাছাড়া ও
  • ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যে কোন অনুষ্টানে এবং
  • ছুট কোন হল রোমে। আসুন সারকিটটি দেখে নেই ।
  • আপনাকে যে কাজটি করতে হবে কথা বলার জন্য একটি মাক্রফোন কিনতে হবে । তার পর C9014 একটি ট্রান্জেষ্টর দিয়ে ছুট এই সারকিটটি বানাতে হবে।
  • আসুন নিচের সারকিটটি একটুক দেখে নেই ।
  • C9014 ট্রান্জেষ্টরের সারকিটটি তৈয়ার করার পর মাক্রফোনের দুইটি তার ছবিতে যে ভাবে দেখানু হয়েছে  এভাবেই কানেকশানটি করুন।
  •  (মাক্রফোনের গ্রাউন্ড তারটি সরকিটের গ্রাউন্ডে লাগাবেন)
  • সারিটটি ডান পাশে নিচে out put এর সাথে লাগানো সকেটিতে কম্পিউটরের স্পিকার বক্স এর ইনপুট যেক টি লাগাবেন । 
  • এখানে কম্পিউটরের বক্সটি দেখানো হয়েছে কি ভাবে কানেকশন করবেন যাদের বুজতে অসুবিধা হয়। নিচে আসুন সারকিটটি এক সাথে দেখে নেই
  • এবার আসুন মসজিদ এর ভিতর যে সাউন্ডবক্স ঈমাম সাহেব যে বয়ান রাখেন শুক্র বার দিন খুদবা পরেন । অনেক সময় দেখাযায় বেশীক্ষন কথা বললে
  • মসজিদ এর বেশী ওয়াটের এম্পলিফায়ারটি গরম হয়ে যায় ফলে বিভিনন্ন সমস্য দেখা দেয় । তাই বেশীক্ষন কথা বলার জন্য কম ওয়াটের এপ্লীফায়ার
  • ব্যবহার করলে ভাল হয় আসুন কম ওয়াটের একটি এম্পলীফায়ার নিজের হাতে তৈয়ার করে নেই ।
  • LA4808 আইসি দিয়ে ডায়গ্রাম দেখে নিজেই একটি এম্পলীফায়ার তৈয়ার করুন । এই এম্পলীফায়ার সারকিটটি মোবাইল দিয়েও বাজাতে পার বেন 40w আউট পুট পাবেন।
  • মসজিদের মাক্রফোন দিয়ে কি ভাবে কথা বলবেন আসুন সারকিটটি এক সাত করে দেখে নেই।
  • সারকিট গুলী দেখে তৈয়ার করুন এবং বুঝতে কোন সম্যস্য হলে যানাবেন 

No comments: