- বন্ধুরা সবাই কেমন আছেন রমজান মাস ত প্রায় শেষের দিকে সামনে
- আসতেছে ঈদুল ফেতর । আজকে যে সারকিটটি দিব যে সব বন্ধুরা
- গ্রামের বাড়িতে ঈদের মাঠে ছুট কাট জামাতে নামায পরেন গ্রামের বাড়িতে
- অনেক সময় মাইকের ব্যবস্থা থাকেনা ঐ যাগাতে মাইক হিসেবে আপনার
- কম্পিউটার বক্সটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তাছাড়া ও
- ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যে কোন অনুষ্টানে এবং
- ছুট কোন হল রোমে। আসুন সারকিটটি দেখে নেই ।
- আপনাকে যে কাজটি করতে হবে কথা বলার জন্য একটি মাক্রফোন কিনতে হবে । তার পর C9014 একটি ট্রান্জেষ্টর দিয়ে ছুট এই সারকিটটি বানাতে হবে।
- আসুন নিচের সারকিটটি একটুক দেখে নেই ।
- C9014 ট্রান্জেষ্টরের সারকিটটি তৈয়ার করার পর মাক্রফোনের দুইটি তার ছবিতে যে ভাবে দেখানু হয়েছে এভাবেই কানেকশানটি করুন।
- (মাক্রফোনের গ্রাউন্ড তারটি সরকিটের গ্রাউন্ডে লাগাবেন)
- সারিটটি ডান পাশে নিচে out put এর সাথে লাগানো সকেটিতে কম্পিউটরের স্পিকার বক্স এর ইনপুট যেক টি লাগাবেন ।
- এখানে কম্পিউটরের বক্সটি দেখানো হয়েছে কি ভাবে কানেকশন করবেন যাদের বুজতে অসুবিধা হয়। নিচে আসুন সারকিটটি এক সাথে দেখে নেই
- এবার আসুন মসজিদ এর ভিতর যে সাউন্ডবক্স ঈমাম সাহেব যে বয়ান রাখেন শুক্র বার দিন খুদবা পরেন । অনেক সময় দেখাযায় বেশীক্ষন কথা বললে
- মসজিদ এর বেশী ওয়াটের এম্পলিফায়ারটি গরম হয়ে যায় ফলে বিভিনন্ন সমস্য দেখা দেয় । তাই বেশীক্ষন কথা বলার জন্য কম ওয়াটের এপ্লীফায়ার
- ব্যবহার করলে ভাল হয় আসুন কম ওয়াটের একটি এম্পলীফায়ার নিজের হাতে তৈয়ার করে নেই ।
- LA4808 আইসি দিয়ে ডায়গ্রাম দেখে নিজেই একটি এম্পলীফায়ার তৈয়ার করুন । এই এম্পলীফায়ার সারকিটটি মোবাইল দিয়েও বাজাতে পার বেন 40w আউট পুট পাবেন।
- মসজিদের মাক্রফোন দিয়ে কি ভাবে কথা বলবেন আসুন সারকিটটি এক সাত করে দেখে নেই।
- সারকিট গুলী দেখে তৈয়ার করুন এবং বুঝতে কোন সম্যস্য হলে যানাবেন
Friday, May 22, 2015
আপনার কম্পিউটারের স্পিকার বক্স দিয়ে হল রুমের এবং কোন অনুষ্টানে মাক্রফোন দিয়ে কথা বলুন মনের আনন্দে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment