Friday, May 22, 2015

অবিশ্বাস্য হলে ও সত্যি , মাত্র ৭০০ টাকায় কম্পিউটার


আসসালামু আলাইকুম!
সবাই কেমন আছেন? আসা করি ভাল আছেন! আমি ও আল্লাহ্‌ অর রহমতে ভাল আছি।
শিরনাম দেখে হয়ত বুঝবেন আজ কি বিষয় শেয়ার করব?  :mrgreen:

হুম, অবিশ্বাস হলে অ সত্যি ৭০০ টাকায় তৈরি করছে কম্পিউটার  নেক্সট থিং নামের একটি মার্কিন স্টার্ট-আপ প্রতিষ্ঠান।  :mrgreen:   :roll:

আসুন জানি এই সব এর বিস্তারিতঃ -

বিশ্বব্যাপী কম্পিউটার যথেষ্টই সহজলভ্য এবং সুলভ হয়ে উঠেছে। কিন্তু তারপরও শিক্ষার্থী এবং একেবারেই স্বল্প আয়ের মানুষদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন স্টার্ট-আপ কাজ করে যাচ্ছে নামমাত্র মূল্যে কম্পিউটার তৈরি করার। কিন্তু তাই বলে ৭০০ টাকায় কম্পিউটার! হ্যাঁ, এমন কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছে নেক্সট থিং নামের একটি মার্কিন স্টার্ট-আপ প্রতিষ্ঠান। ক্রাউডফান্ডিং প্রজেক্টের আওতায় চিপ নামে মাত্র ৯ মার্কিন ডলার সমমূল্যের কম্পিউটার চলতি বছরের শেষ নাগাদ তৈরি করবে তারা।
সময়ের সাথে সাথে একদিকে যেমন হাই-এন্ড কম্পিউটিং ডিভাইসের সীমা বেড়েই চলেছে, অন্যদিকে স্বল্পমূল্যেও পূর্ণাঙ্গ কম্পিউটিং ডিভাইস সহজলভ্য করে তোলার জন্য কাজ করে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান এবং স্টার্ট-আপগুলো। কম্পিউটিং ডিভাইস হিসেবে স্মার্টফোন বা ট্যাবলেট পিসিগুলো এরই মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতের নাগালে চলে এসেছে। কম্পিউটারের ক্ষেত্রে অবশ্য বিষয়টি তেমন নয়। একেবারেই নামমাত্র মূল্যে কম্পিউটার বাজারে নিয়ে আসার উদ্দেশ্য থেকেই এর আগে তৈরি করা হয়েছে রাসবেরি পাই। মাত্র ২০ ডলার থেকেই পূর্ণাঙ্গ একটি সিপিইউয়ের যাবতীয় সুবিধা নিয়ে হাজির হওয়া রাসবেরি পাই এতদিন পর্যন্ত সবচেয়ে কম মূল্যের পিসি হিসেবে স্থান দখল করে রেখেছিল। রাসবেরি পাইকেও যোজন যোজন পেছনে ফেলে মাত্র ৯ ডলারে পূর্ণাঙ্গ একটি কম্পিউটার বাজারে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছে ক্যালিফোর্নিয়ার একটি স্টার্ট-আপ। নেক্সট থিং নামের এই স্টার্ট-আপ ৯ ডলারে বাজারে যে কম্পিউটারটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে, তার নাম রাখা হয়েছে চিপ (C.H.I.P.)। পূর্ণাঙ্গ কম্পিউটার হিসেবে চিপ ব্যবহার করতে পারবে সকলেই; একে ব্যবহার করা যাবে সব ধরনের কাজেও।

 যা আছে চিপ-এ:

দামে মাত্র ৯ ডলার বা বাংলাদেশি টাকায় সাতশ টাকার কাছাকাছি হলেও শক্তির দিক থেকে পিছিয়ে নেই চিপ। এতে রয়েছে ১ গিগাহার্জ গতির অলউইনার প্রসেসর, যা সিস্টেম অন চিপ (এসওসি) ধরনের। সাথে ৫১২ মেগাবাইট ডিডিআরথ্রি র্যাম আর ৪ গিগাবাইট অন-বোর্ড ফ্ল্যাশ স্টোরেজ নিয়ে এটি পূর্ণাঙ্গ একটি সিপিইউয়ের (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) মতোই কাজ করবে। এর ইনপুট/আউটপুট ইউনিট হিসেবে রয়েছে একটি ইউএসবি পোর্ট এবং একটি মাইক্রোইউএসবি পোর্ট। মাইক্রোইউএসবি পোর্টটি আবার ওটিজি বা অন দ্য গো প্রযুক্তি সমর্থন করে। ফলে যেকোনো ধরনের মাইক্রোইউএসবি ডিভাইস এর সাথে যুক্ত করা যাবে। ভিডিও আউটপুটের জন্য একটি কম্পোজিট ভিডিও আউটপুটও রয়েছে, যাতে অ্যাডাপ্টারের মাধ্যমে ভিজিএ এবং এইচডিএমআই পোর্ট ব্যবহার করা যাবে। এ ছাড়াও রয়েছে হেডফোন আউটপুট এবং মাইক্রোফোন ইনপুট। শুধু তাই নয়, ওয়্যারলেস সংযোগের জন্য এটি ৮০২.১১বি/জি/এন স্ট্যান্ডার্ডের ওয়াই-ফাই এবং ব্লুটুথের সর্বশেষ সংস্করণ ব্লুটুথ ৪.০ সমর্থন করে। তাতে করে ওয়্যারলেস মাউস বা কিবোর্ড কিংবা ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুবিধাও মিলবে চিপে। সবমিলিয়ে পূর্ণাঙ্গ একটি পিসির মৌলিক সব উপাদানই এতে ব্যবহার করা যাবে।

যা করা যাবে চিপ দিয়ে:


পূর্ণাঙ্গ কম্পিউটারের প্রায় সব কাজই করা যাবে চিপ দিয়ে। লিনাক্স অপারেটিং সিস্টেমে ডিজাইন করা চিপ লিনাক্স সমর্থিত বিভিন্ন কাজের সফটওয়্যার ব্যবহারের সুযোগ দেবে। ওয়ার্ড প্রসেসিং বা ডাটাশিটের কাজ করার জন্য লিবারঅফিসের মতো সফটওয়্যার থাকছে এতে। ইন্টারনেট ব্যবহারের সুবিধার কথা তো আগেই বলা হয়েছে। ক্রোমিয়াম ব্রাউজারের মাধ্যমেই অনলাইনে যুক্ত থাকতে কোনো বাধা নেই চিপে। প্রোগ্রামিং ল্যাংগুয়েজে আগ্রহীদের জন্যও রয়েছে সুখবর। এতে প্রিলোডেড হিসেবে থাকছে স্ক্র্যাচ যেটি গল্প, গেম বা অ্যানিমেশনের মাধ্যমে প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো শিখতে এবং চর্চা করতে সহায়তা করবে। এদিকে ব্লুটুথের মাধ্যমে কন্ট্রোলার সংযুক্ত করে নানা ধরনের গেম খেলারও সুযোগ করে দেবে চিপ। আবার মিডি কিবোর্ড ব্যবহার করে একটি পোর্টেবল মিউজিক সিস্টেমও তৈরি করা যাবে এর মাধ্যমে। লিনাক্সের গ্রাফিক্যাল ইন্টারফেস থাকায় এর ব্যবহারও সহজ। আর লিনাক্স সমর্থিত কয়েক হাজার অ্যাপসও এটি সরাসরি ব্যবহার করতে পারবে। ফলে ফটো এডিটিং, অফিসের কাজ, গান শোনা, ভিডিও দেখা, অনলাইনে যুক্ত থাকা—এমন যেকোনো কাজই চিপের মাধ্যমে করতে কোনো প্রতিবন্ধকতা কাজ করবে না।

পোর্টেবল চিপ:


সাধারণভাবে চিপকে একটি ডিসপ্লে আর কিবোর্ড-মাউসের সাথে যুক্ত করে দিলেই এটি পূর্ণাঙ্গ পিসিতে রূপান্তরিত হতে পারে। এর বাইরেও চিপকে সহজে ব্যবহারের জন্য পকেটচিপ নামে বিশেষ একটি পোর্টেবল ডিভাইসও তৈরি করেছে চিপ নির্মাতা নেক্সট থিং। মূল চিপ সিপিইউটি স্থাপন করার জন্য ছোট্ট এই ডিভাইসে রয়েছে ৪.৩ ইঞ্চি টাচস্ক্রিন, পূর্ণাঙ্গ কোয়ার্টি কিবোর্ড। একবার চার্জ দিলে এই পকেট ডিভাইসটি ৫ ঘণ্টা পর্যন্ত চলবে অনায়াসে। আর তাতে পকেট চিপ পরিণত হবে একটি পোর্টেবল পিসিতে।

প্রজেক্টের জন্য চিপ:


লিনাক্স অপারেটিং সিস্টেমে চালিত চিপ সিপিইউ দিয়ে নানা ধরনের প্রজেক্ট চালানো যাবে বলে জানিয়েছে নেক্সট থিং। অনেক ইলেক্ট্রনিক প্রজেক্টই রয়েছে যেগুলোর জন্য প্রসেসর, ডাটা প্রসেসিংয়ের পদ্ধতি, পাওয়ার প্রভৃতির প্রয়োজন হয়। চিপে এসব উপাদান বিদ্যমান থাকায় চিপ ব্যবহার করে সরাসরি মূল প্রজেক্টে হাত দেওয়া অনেক সহজ হবে। তাছাড়া এটি পরিপূর্ণভাবে ওপেন সোর্স হওয়ায় এর হার্ডওয়্যারের ডিজাইন, পিসিবি লেআউট—সবকিছুই থাকবে উন্মুক্ত। ফলে যে কেউ একে নিজের প্রয়োজনমতো নানাভাবে ব্যবহারও করতে পারবে। কম্পিউটিংয়ে আগ্রহী তরুণদের জন্য তাই চিপ চমত্কার একটি ডিভাইস।

এ বছরেই চিপ:


ক্রাউডসোর্সিং প্রজেক্ট হিসেবে চিপ এর মধ্যেই অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে সমর্থ হয়েছে। ২৮ হাজারেরও বেশি মানুষের কাছ থেকে এরই মধ্যে অর্থ সংগ্রহ করেছে চিপ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তাদের কাছে চিপ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নেক্সট থিং। তবে বাড়তি ব্যাটারি, এইচডিএমআই অ্যাডাপ্টার, ভিজিএ অ্যাডাপ্টার, পকেটচিপ তৈরিতে আরও একটু সময় লাগবে। সেক্ষেত্রে আসছে বছরের মে মাসের মধ্যেই এগুলো পৌঁছে দেওয়া হবে সকলের কাছে।

চিপের যত প্যাকেজ:


ক্রাউডফান্ডিং প্রজেক্ট হিসেবে চিপ যাত্রা করেছে কিকস্টার্টার ডটকম সাইটে। এই সাইটের লিংকে গিয়ে যে কেউই এই প্রজেক্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। চাইলে কেউ কারিগরি দিক দিয়ে যেমন চিপকে সহায়তা করতে পারেন, তেমনি আর্থিকভাবেও চিপ প্রজেক্টের বিনিয়োগকারী হিসেবে নাম লেখাতে পারেন। সেক্ষেত্রে চিপ এবং চিপের বিভিন্ন অ্যাকসেসরিজ পাওয়া যাবে ভিন্ন ভিন্ন অংকের আর্থিক সহায়তার জন্য। মূল চিপের মূল্য ৯ ডলার থেকেই প্যাকেজ শুরু। অর্থাত্ ৯ ডলার এই প্রজেক্টের জন্য আপনি বরাদ্দ করলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে চিপ। ৯ ডলারের প্যাকেজ রয়েছে তিনটি। এর প্রথম দুইটিতে যথাক্রমে চলতি বছরের ডিসেম্বর ও আসছে বছরের জানুয়ারিতে সরবরাহ করা হবে চিপ। এই দুইটি প্যাকেজের প্রতিটিতে সর্বোচ্চ পাঁচ হাজার জনের অংশ নেওয়ার সুযোগ ছিল এবং সেই সুযোগ এরই মধ্যে শেষ হয়ে গেছে। এর তৃতীয় প্যাকেজটিতে চিপ সরবরাহ করা হবে আসছে বছরের ফেব্রুয়ারিতে। এই প্যাকেজটি নেওয়ার সুযোগ এখনও রয়েছে। মূল চিপের সাথে বাড়তি ব্যাটারি, এইচডিএমআই অ্যাডাপ্টার, ভিজিএ অ্যাডাপ্টার, পকেট চিপ নিতে চাইলে ভিন্ন ভিন্ন আর্থিক মূল্যমানের প্যাকেজ রয়েছে নেক্সট থিংয়ের এই প্রজেক্টে। যেকোনো দেশেই চিপের প্যাকেজগুলো পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এর নির্মাতারা। আরও ১৫ দিন পর্যন্ত এই প্রজেক্টে অংশ নেওয়ার সুযোগ উন্মুক্ত রয়েছে।

এক নজরে চিপ:


প্রসেসর : ১ গিগাহার্জ (অলউইনার)
র্যাম : ৫১২ মেগাবাইট (ডিডিআরথ্রি)
স্টোরেজ : ৪ গািবাইট (অন-বোর্ড ফ্ল্যাশ)
ইউএসবি : একটি ইউএসবি ও একটি একটি মাইক্রোইউএসবি (ওটিজি) পোর্ট
ভিডিও আউটপুট : কম্পোজিট (ভিজিএ ও এইচডিএমআই)
অডিও : হেডফোন আউটপুট ও মাইক্রোফোন ইনপুট
ওয়্যারলেস সংযোগ : ওয়াই-ফাই (৮০২.১১বি/জি/এন), ব্লুটুথ ৪.০
অপারেটিং সিস্টেম : লিনাক্স (গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস)

No comments: