স্মার্টফোন সহজলভ্য হওয়ার ফলে বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। স্মার্টফোন ব্যবহারকারীরা নিশ্চয়ই বিভিন্ন ধরণের এপ মোবাইলে ইন্সটল করেন। তার মধ্যে কিছু এপস খুবই কাজের, কিছু হয়তো তেমন কাজেই লাগেনা। যাহোক, যতো এপসই আমরা ব্যবহার করিনা কেনো তাতে নিশ্চয়ই আমাদের আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণটাই বেশি। কারণ অযাচিত ব্যান্ডউইথ টানা এন্ড্রয়েডের একটি বৈশিষ্ট্য। তবে এমন কিছু এপস ও আছে যার মাধ্যমে আপনি ন্যূনতম একটি আয়ের ব্যবস্থা করতে পারেন আপনার ফ্রি সময়টুকু কাজে লাগিয়ে। সেটি হতে পারে আপনার মোবাইলের ব্যাল্যান্স রিচার্জ। খুব সহজে্ই আপনি আপনার মোবাইলের ব্যাল্যান্স রিচার্জ করতে পারবেন একটি এপ ব্যবহারে মাধ্যমে, তাও বিনা্মূল্যে। এছাড়া ফ্রিতে কল করতে পারবেন যেকোনো মোবাইলে।
আপনা্রা হয়তো কিছুদিন আগে mCent এপ নিয়ে অনেক মাতামাতি দেখেছেন। যার মাধ্যমে মোবাইলে ফ্রি রিচার্জ করা যায়। কিন্তু এতে আর কোনো বৈশিষ্ট্য নেই। আজ আমি আপনাদের এমন একটি এন্ড্রয়েড এপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি ফ্রি কল করতে পারবেন এবং ফ্রিতে মোবাইলের ব্যাল্যান্সও রিচার্জ করতে পারবেন। এছাড়াও এতে আছে Whatsapp এর মতো ম্যাসেজিং সুবিধা। অর্থাৎ আপনার কন্টাক্ট লিস্টের যারা এই এপ ব্যবহার করে তাদের সাথে চ্যাট ও অনলাইন কল করে কথা বলতে পারবেন।
এপসটির নাম Wasabee. এটি একটি সোস্যাল কমিউনিটি এপ। আপনি এপসটি ইন্সটল করার পর আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন করবেন। আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি এপসে বসিয়ে দিলেই ভেরিফায়েড হবে। শুরুতেই আপনাকে ৫০ পয়েন্ট দেয়া হবে, যা দিয়ে ফ্রি এসএমএস করতে পারবেন যে কাউকে। আপনি ফ্রি কল করতে চাইলে বা ব্যাল্যান্স রিচার্জ করতে চাইলে Earn free credit অপশন এ ক্লিক করে ফ্রি ক্রেডিট আয় করতে পারবেন, যা দিয়ে ফ্রিতে মোবাইলের ব্যাল্যান্স রিচার্জ ও যে কোনো নম্বরে কল করতে পারবেন। এছাড়াও পারবেন ফ্রি এসএমএস করতে। মাত্র ৪৫০ ক্রেডিট হলেই আপনি আপনার যে কোনো নম্বরে ১০ টাকা ব্যাল্যান্স রিচার্জ নিতে পারবেন। অর্থাৎ ৪৫০ ক্রেডিট=১০ টাকা। এই এপের মাধ্যমে আপনি খুব সহজেই প্রচুর ক্রেডিট আয় করতে পারবেন।
এছাড়া আপনি কাউকে ইনভাইট করলে সে যদি এপটি ইন্সটল করে তবে আপনি প্রতিটি ইন্সটলের জন্যে ২০০ ক্রেডিট পাবেন। ইন্টারন্যাশনাল কল করার জন্যে ক্রেডিট কেনার সুবিধাও এতে রয়েছে।
এপটির ব্যবহার খুবই সহজ এবং খুব সহজেই আপনি এখান থেকে ক্রেডিট আয় করে ফ্রি কল ও মোবাইলে ব্যাল্যান্স রিচার্জ করতে পারবেন। তবে যারা কম ডাটা প্ল্যান ব্যবহার করেন তাদের এপটি ব্যবহার না করাই শ্রেয়। এপটি ডাউনলোড করতে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
No comments:
Post a Comment