Getshopped
সাধারণত যারা অনলাইনে বিজনেজ রিলেটেড সাইট বানাতে আগ্রহী তারা অবশ্যই এই প্ল্যাটফর্মটি ট্রাই করে দেখতে পারেন। এর সাহায্যে আপনি ফ্রি ওয়েবসাইট ছাড়াও পেজেস, ব্লগ, সেলিং প্ল্যাটফর্ম এবং নিউজলেটার রিলেটেড সাইট ডেভলাপ করতে পারবেন। এছাড়া আছে গুগল চেকআউট, পেপাল, পেমেন্ট এক্সপ্রেস এবং আরো অনেক ট্রাস্টেড পেয়িং প্ল্যাটফর্মের ইন্টিগ্রেশান।
Webnode
মুহুর্তেই high-caliber টাইপের প্রফেশনাল টাইপের সাইট দাড় করাতে চান। তাহলে এই টুলটি আপনার জন্যে। ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে ডিজাইন, মেইন্টেইনিং, কলাবোরেটিং এবং পাওয়ারফুলি রান করাতে এই টুলটি অনেক কেই আকৃষ্ট করেছে।
Jimdo
অত্যন্ত সহজ এবং হ্যান্ডি একটি টুল। শুধু সাইনআপ পর্যন্ত একটু অবান্তর কষ্ট করতে হবে। এরপর আপনার পেজে গিয়ে ঠিক আপনার ছবি আকার খাতার তমে ছবি এবং ইচ্ছামত ভিডিও এ্যাড করে একটি চমৎকার সাইট দাড় করিয়ে নিতে পারবেন।
Webstarts
এই টুলটির ব্যাপারে আলাদা করে কিছুই বলবনা। বলতে পারেন এটি Jimdo র একটি ক্লোন প্ল্যাটফর্ম।
350 pages
প্রথমেই এর এমন একটি ফিচারের কথা বলব যেটা অনেকেই খুজে থাকে। এটি একটি খুবই ফাস্ট এবং পাওয়ারফুল সার্ভারে হোস্ট করানো একটি প্ল্যাটফর্ম। সাইট তৈরির জন্যে আপনাকে আলাদা করে কোন কিছু ডাউনলোড করার অথবা এডিটিং এর কোন দরকার নাই। দরকার শুধু একটি নেট কানেকশান এবং আমাদের কিছু চেনা জানা ব্রাউজার।
No comments:
Post a Comment