বিশেষ করে এই শীতে লেপের গরম নষ্ট করে আপনাকে বিছানা থেকে উঠে আলো জ্বালাতে বা নিভাতে হবে না। বিছানাতে শুয়ে থেকেই আপনি যে কোন বাল্ব বা যে কোন বৈদ্যুতিক লোড অন অফ করতে পারবেন তাও আবার টিভি, ভিসিডি, ডিভিডি প্রভৃতি ডিভাইসের রিমোট ব্যবহার করে। অর্থাৎ এর জন্য আপনাকে কোন আলাদা রিমোট নিয়ে ঘুরতে হবে না। আপনার ঘরে ব্যবহৃত টেলিভিশনের রিমোট দিয়েই কাজটি করতে পারবেন। আপনি যদি এটি বানাতে চান তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:
- ১. দুইটি ৩৩০ ওহমের রেজিস্ট্যান্স যার কালার কমলা কমলা বাদামী সোনালী।
- ২. একটি ২২০ কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার লাল লাল হলুদ সোনালী।
- ৩. একটি ১ কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার বাদামী কালো লাল সোনালী।
- ৪. একটি ৪৭ ওহমের রেজিস্ট্যান্স যার কালার হলুদ বেগুনী কালো সোনালী।
- ৫. একটি ৫ ভোল্ট বা ৬ ভোল্ট এর ডিসি রিলে।
- ৬. একটি 1N4007 মানের রেকটিফায়ার ডায়োড।
- ৭. একটি 0.1uF মানের নোনপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড 104।
- ৮. একটি 100uF 16v এর পোলারিস্ট ক্যাপাসিটর।
- ৯. একটি CD4017 মানের আইসি।
- ১০. একটি BC558 মানের ট্রানজিস্টর।
- ১১. একটি BC548 মানের ট্রানজিস্টর।
- ১২. একটি ir সেন্সর। আপনি টিভি বা ভিসিডিতে ব্যবহৃত হয় এই জাতীয় সেন্সর লাগাতে পারবেন।
- ১৩. একটি লাল কালার LED ও একটি সবুজ কালারের LED।
- এবার চিত্রের মত করে কম্পোনেন্টগুলো ভেরোবেডে সেট করুন।
- CD4017 আইসির পিন নম্বরগুলো দেখুন।
- irসেন্সরের পিন দেখুন এবং এ অনুযায়ী সার্কিটের সাথে লাগান।
- সার্কিটটি পিউর ডিসি ৫ ভোল্টে চলবে। তাই আপনাকে ৯ ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করে একটি পাওয়ার সাপ্লাই তৈরী করতে হরে এবং 7805 মানের রেগুলেটর আইসি এর মাধ্যমে সার্কিটে ৫ ভোল্ট প্রবেশ করাতে হবে।
- এই সার্কিট দিয়ে আপনি যেকোন একটা লোড রিমোটের সাহাজ্যে নিয়ন্ত্রন করতে পারবেন।
সার্কিটটি তৈরী করার পর ভোল্টেজ প্রবেশ করালে লাল LED জ্বলবে। এবার আপনার টিভি রিমোটের যেকোন বাটনে চাপ দিলেই সবুজ LED জ্বলবে , সেই সাথে রিলে অন হবে। আর যেই লোড রিলের মাধ্যমে কানেক্ট দেওয়া থাকবে সেটি অন হবে। আবার রিমোটের যেকোন বাটনে চাপ দিলে লাল LED জ্বলে উঠবে এবং রিলে অফ হবে। ফলে লেডটি অফ হবে।
এবার আপনি পুরো সার্কিটটিকে সুইচ বোডের ভিতরে সাবধানে তুলে রাখতে পারেন অথবা, কোন টিনের বক্সে তুলতে পারেন। তবে যেখানেই রাখুন না কেন সেন্সরটি যেন বাহিরে থাকে। তাহলে বেশি দুর থেকে রিমোট দিয়ে কাজ করতে পারবেন। ঘরে যদি টিভি থাকে তাহলে সার্কিটটি অবশ্যই টিভি এর বিপরীতে বা অন্য পাশে রাখবেন। তা না হলে টিভি দেখার জন্য যতবার রিমোট চাপবেন তার প্রভাব সার্কিটেও পড়বে।
তো আর দেরী কেন আজই শুরু করে দিন।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
এবার আপনি পুরো সার্কিটটিকে সুইচ বোডের ভিতরে সাবধানে তুলে রাখতে পারেন অথবা, কোন টিনের বক্সে তুলতে পারেন। তবে যেখানেই রাখুন না কেন সেন্সরটি যেন বাহিরে থাকে। তাহলে বেশি দুর থেকে রিমোট দিয়ে কাজ করতে পারবেন। ঘরে যদি টিভি থাকে তাহলে সার্কিটটি অবশ্যই টিভি এর বিপরীতে বা অন্য পাশে রাখবেন। তা না হলে টিভি দেখার জন্য যতবার রিমোট চাপবেন তার প্রভাব সার্কিটেও পড়বে।
তো আর দেরী কেন আজই শুরু করে দিন।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
No comments:
Post a Comment