প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন নামের একটি সফটওয়ার। আমি আপনাদের যে সফটওয়ারটির কথা বলব সেটার না Hamachi এটা একটা ফ্রি ভিপিএন প্রোগ্রাম। আর সবচেয়ে মজার কথা ফাইল সাইজ ও খুব ছোট মাত্র ৮৭৯ কিলোবাইট ফলে বিনা কষ্টে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আপনি।
হামাচি ব্যবহারের সুবিধা সমূহ:
- Remote Desktop
- Remote Assistance
- Windows File Sharing
- iTunes
- Network Gaming
সেটাপের নিয়মাবলি:
- সবচেয়ে প্রথমে এই লোকোশন http://hamachi.cc/ থেকে ফ্রি ডাউনলোড করে Setup রান করুন, Next দিন, license Agreement চেক করে Next দিন।
- প্রতিবার উইন্ডোজ ওপেন হবার সময় হামাচি অটোমেটিক ওপেন হবে কিনা এবং ডেস্কটপে শর্টকাট আইকন থাকবে কিনা তা দেখিয়ে দিয়ে Next করুন।
- এখন আপনি যদি File shearing চালু রাখতে চান তাহলে চেক বক্সে টিক চিহ্ণ না দিয়ে Next করুন।
- “Use Hamachi Basic……” সিলেক্ট করে Next করুন, Install ক্লিক করুন, Next ক্লিক করে “Lunch Hamachi” সিলেক্ট করে Finish এ ক্লিক করুন। হামাচি ওপেন হবে, নিচে Power On বাটনে ক্লিক করুন।
- Account Create অপশন আসবে, Account Name দিয়ে একাউন্ট তৈরি করুন।
- Create or Join Networks বাটনে ক্লিক করে Creat a new network বাটনে ক্লিক করুন। Network Name & Password দিয়ে Create এ ক্লিক করুন, ব্যাস এখন আপনার VPN তৈরির কাজ শেষ।
এখন আপনি অন্য কোন কম্পিউটার থেকে এই কম্পিউটারের শেয়ার করে ফাইল এক্সেস করতে চাইলে ১ থেকে ৫ নং ধাপগুলো অনুসররণ করুন এবং Create or Join Networks বাটনে ক্লিক করে Join an existing network এ ক্লিক করুন। আপনার কম্পিউটারের Network Name এবং Password দিয়ে Join এ ক্লিক করুন। আপনার কম্পিউটারের সাথে কানেকশন তৈরি হবে এবং আইপি এড্রেস শো করবে । এখন আইপি এড্রেসে রাইট ক্লিক করে ব্রাউজে ক্লিক করলে আপনার পিসির শেয়ার করা ফোল্ডারগুলো আপনি দেখতে পারবেন।
No comments:
Post a Comment