বর্তমানে অনলাইনে বিভিন্ন অ্যাপসের ছড়াছড়ি সেটা আমরা সবাইই জানি । আগে উইন্ডোজ এ্যাপ স্টোর একটু দূর্বল ছিল । কিন্তু এখন সেটাও বেশ সমৃদ্ধ । আপনারা অনেক অ্যাপই হয়ত ইউজ করে থাকবেন । এর ভেতর অনেক মানি মেকিং অ্যাপও রয়েছে যেমন
Candy Crush,
Clash of Clans,
Words With Friends, and
Despicable Me: Minion Rush ও আরও অনেক । কিন্তু এই অ্যাপগুলো আপনারা জাস্ট ইউজ করেন । এর পেছনের কোন কাহিনী কী আপনারা জানেন ?এই সব ব্লক বাস্টার অ্যাপগুলোর পেছনে যাদের অবদান তাদের সম্পর্কে কি কিছু জানেন ?
App Annie নামের একটা সাইট টপ ৫২ টি অ্যাপের একটা লিস্ট প্রদান করেছে । আমরা আজ সেই সব অ্যাপের ভেতর টপ ১৫ টা অ্যাপ এর সম্পর্কে জানব । আর জানব যে কারা এই সব মেগা অ্যাপ তৈরীর পেছনে রয়েছে । এই র্যাঙ্কিংটা করা মূলত
অ্যাপল অ্যাপ স্টোর এবং
গুগল প্লে এর উপর জরিপ চালিয়ে ।
App Annie কোন অ্যাপের জন্য নির্দিষ্ট কোন ডলার অ্যামাউন্ট প্রকাশ করেনি । কিন্তু আমি বিভিন্ন স্থান থেকে এগুলো আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব ।
Caesars Entertainment
এই গেমিং কোম্পানীর একটা খুবই ছোট পার্ট হল মোবাইল অ্যাপস । .
Caesars Entertainment আপনাকে গেম এর মাধ্যমে ক্যাসিনোর একটা এক্সপেরিয়েন্স এনে দেবে । এটা বিভিন্ন স্থানে আপনাকে বিভিন্ন টিপস ও দিয়ে থাকে । এটা Bingo Blitz এর মত বিভিন্ন মোবাইল গেমস ও তৈরী করে থাকে ।
Caesars Entertainment ২০১৩ সালে ৮.৫ বিলিয়ন ডলার এরও বেশী ইনকাম করেছে । তবে ধারণা করা হয় যে এটার বেশীরভাগ অংশই এটার ক্যাসিনো থেকে আয় হয়েছে ।
Sega
Sega হল গেমস ডেভলপিং এর ক্ষেত্রে খুবই অভিজ্ঞ এবং পুরানো একটা কোম্পানী । এটা ১৯৬০ সালে প্রতিষ্টিত একটা কোম্পানী । এটা আগে বিভিন্ন কম্পিউটার গেমস তৈরী করত । এটা যখন মোবাইল এ্যাপের ক্ষেত্রে আসে তখনও এটা এ সাফল্য ধরে রাখতে সক্ষম হয় ।
Sega র আগের কিছু অ্যাপ Crazy Taxi , Golden Axe এবং আরও কিছু হিট গেমসের মত এর মোবাইল এ্যাপ গুলোও বেশ হিট ।
Sega Sammy Holdings যেটা হল Sega র প্যারেন্ট কোম্পানী সেটা লাস্ট অর্থনৈতিক বছরে ৩.৭ বিলিয়ন ডলার ইনকাম করেছে ।
Zynga
Zynga মুলত অনেক বড় ধরণের এ্যাপসের সাথে বাজারে আসে যার ভেতর Words With Friends, Scramble With Friends এবং আরও অনেক ভাল গেমস ছিল । তবে এটা রে পুরানো স্ট্যাটাস
not-so-successful IPO.
টা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে । এটা ২০১৩ সালে ৮৭০ মিলিয়ন ডলারের ও বেশী ইনকাম করে ।
Storm8
সান ফ্রান্সিকো বেসড
Storm8 মূলত বিভিন্ন সোসিয়াল গেমস ডেভলপ করে আইওএস এবং অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য এবং তারা দাবী করেছে যে তাদের এই এ্যাপ এর ডাউনলোড সংখ্যা হল ৬০০ মিলিয়ন । এই কোম্পানীটা ২০০৯ সালে ফেসবুক এলিউমস থেকে তৈরী হয়েছে এবং বর্তমানে এর সম্পূর্ণ আলাদা ব্রাঞ্চ রয়েছে ও টীম রয়েছে । এর টীমের ভেতর রয়েছে Team Lava, Shark Party, IceMochi, and Fire Mocha এর মত বিখ্যাত সব টীম । এর একটা গেম রয়েছে যার নাম Fruit Splash Mania এবং এটাতে আপনাকে বিভিন্ন রাউন্ড ক্লিয়ার করতে টাইলস গুলো মেলাতে হবে ।
COLOPL
এই টোকিও বেসড অ্যাপ মেকার মূলত জোম্বি থিমের মোবাইল গেমস তৈরীর জন্য বিখ্যাত । এটা অবশ্য অন্যান্য কিছু পাজল এবং একশন গেমস ও তৈরী করে ।
COLOPL এ ইউজাররা মুলত বেশীরভাগই জাপানীজ । তারপরও এটা বেশ মোটা অংকের টাকা ইনকাম করে থাকে । এটা ২০১৪ সালে ২৩৭ মিলিয়ন ডলার লাভ করেছে ।
Gameloft
এটার নাম মনে হয় বেমীরভাগ মানুষই শুনে থাকবেন । কারণ এটা অনেক আগে থেকেই গেমস ডেভলপের সাথে যুক্ত । এটা মূলত Despicable Me: Minion Rush গেমসের জন্য বেশ বিখ্যাত ।
Gameloft এর হেডকোয়ার্টার হল প্যারিসে । এবং এটা বিভিন্ন প্লাটফর্মের গেম ডেভলপ করে থাকে । এই কোম্পানীটি এই পর্যন্ত প্রায় ৩০০ এর ও বেশী অ্যাপ ডেভলপ করেছে । এটা কয়েকদিন আগেই এর একটা ব্রান্চ তৈরী করেছে যেটার নাম হল of
new games at E3 । এটার ভেতর রয়েছে Asphalt Overdrive, Spider-Man Unlimited, and Dungeon Gems এর মত বিখ্যাত গেমসগুলো ।
Kabam
কোম্পানীটি মূলত কিছু বিখ্যাত গেমস যেমন Kingdoms of Camelot এবং The Fast & Furious 6 এর জন্য খুবই বিখ্যাত । .
Kabam মূলত সান ফ্রান্সিকো বেসড একটা কোম্পানী এবং এটা মোবাইল এবং ওয়েব উভয় প্রকার গেমস ডেভলপ করে । এটা ২০১৪ সালে ৩৬০ মিলিয়ন ডলারের একটা লাভ করে এবং এই সময় এদের টোটাল সেল ছিল ৭০০ মিলিয়ন ।
DeNA
এটা একটা জাপানী গেমিং কোম্পানী এবং এই পর্যন্ত প্রায় ৫০০ এর ও বেশী গেম পাবলিশ করেছে । এটা বিভিন্ন প্লাটফর্মের গেম ডেভলপ করে থাকে । কোম্পানীটির কিছু বিখ্যাত গেম হল Battle of God, Blood Brothers, এবং Peko । এই কোম্পানীটি অবশ্য কিছু অন্য ধরণের অ্যাপস ও তৈরী করে থাকে । যেমন স্নাপচ্যাট এর অলটারনেটিভ “কল ৫ সেকেন্ড” এবং ইনস্টাগ্রাম এর অল্টারনেটিভ CYCLE ।
DeNA ২০১৩ সালে ১.৭ বিলিয়ন ডলার লাভ করে । এটার ভেতর মোবাইল ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন দুইরকমই রয়েছে ।
CJ Group
এটা একটা সাউথ কোরিয়ন বেসড এ্যাপ ডেভলপমেন্ট কোম্পানী । এটা অ্যাপস ডেভলপমেন্ট এর পাশাপাশি আরও অনেক কিছু করেছে । কিন্তু এটার একটা মেইন অ্যাপ যেটা মুভি থিয়েটার CGV এর জন্য তৈরী করা হয় এটার জন্যই আজজ
CJ Group এই লিস্টে এসেছে । এই CGV এ্র্যাপটি আপনাক মুভির টিকেট বুকিং করতে দেবে এবং ফ্লিমটি সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে সহায়তা করবে ।
GREE
GREE হল জাপানের একটা খুবই ফেমাস মোবাইল এবং সোসাল এ্যাপ ডেভলপার । এর এ্যাপস গুলো আপনাকে প্রোফাইল তৈরী করতে দেবে , বিভিন্ন গেমস এর সোকর কমপেয়ার করতে দেবে এবং র্ভাচুয়াল টাকা ইনকাম করতে দেবে ।
এবং
GREE এই টাইপের এ্যাপ গুলোর জন্য খুবই ভাল । জাস্ট ৩০ দিনের ভেতর এদের একটা গেম Knights & Dragons ৫ মিলিয়ন ডলার ইনকাম করে । আর এই কোম্পানীটি শেষ বছরে টোটাল ৩৭০.৯ মিলিয়ন ডলার ভাল করে ।
Electronic Arts
Electronic Arts যেটাকে আমরা EA নামেই বেশী চিনি । এই ডেভলমেন্ট কোম্পানীটিমূলত সব প্লাটফর্মেএ্যপ ডেভলপ করার জন্যই বেশী বিখ্যাত । এটা মোবাইল এ্র্যপ এর ক্ষেত্রেও সমান ভাবে এগিয়ে আছে ।
Electronic Arts এই পর্যন্ত ১০০০ এর ও বেশী এ্যপস পাবলিশ করেছে ।
এর কিছু খুব্ই ফেমাস গেমস হল Battleship, Boggle, and Bop It সহ আরও অনেক । এটা ২০১৪ সালে ৯১৪ মিলিয়ন ডলার লাভ করেছে ।
LINE
LINE হল একটা জাপানীজ এ্যাপস ডেভলপমেন্ট কোম্পানী যেটা এদের মেসেজিং এ্যপ
LINE এর জন্য সব থেকে বেশী বিখ্যাত । এই এ্যাপটি চায়না , জাপান , ইন্ডিয়া , সাইথ কোরিয়া সহ পৃথিবীর বহু দেশে ব্যাপকভা জনপ্রিয় । এটা অনেক মোবাইল গেমস ও পাবলিশ করেছে । যেমন Cookie Run, Bubble!, and Dragon Flight ইত্যাদি । ২০১৪ সালে Cookie Run, Bubble!, and Dragon Flight কোম্পানীটি ১৪৩ মিলিয়ন ডলারের একটা লাভ করে । এবং এটার লাভ করার হার দিনি দিন বেড়েই চলেছে ।
King
এই ক্যান্ডি ক্রাশ লিজেন্ডটি একটু ঝিমিয়ে পড়েছিল , কিন্তু এখনও এটা বেশ টাকা ইনকাম করে যাচ্ছে ।
King ২০১৩ সালে ১.৯ বিলিয়ন ডলার ইনকাম করে কিন্তু স্টক মার্কেটে এর তেমন একটা ভাগ্য নেই ।
এ্যাপ স্টোরে প্রধান্য বজায় রাখার জন্য
King এখন নতুন নতুন সব এ্যাপ নিয়ে এসেছে যেমন including Pet Rescue Saga এবং Farm Heroes Saga । কিন্তু এই গেমসগুলো ক্যান্ডি ক্রাশ এরই থিমের উপর ভিত্তি করে তৈরী করা জাস্ট অন্য নামে ।
Supercell
ক্লাশ অফ ক্লান এর নামটা বর্তমানে শুনেননি এমন পাবলিক মনে হয় খুবই কম আছে । এটা
Supercell এর একটা গেম । এই ক্ম্পোনীটি ২০১৩ সালে ৮৯২ ডলারের একটা লাভ করে । ক্লাস অফ ক্লানের পাশাপাশি
Supercell Boom Beach এবং Hay Day এর মত গেম ও তৈরী করেছে । আর এই গেমগুলো
Supercell কে টপ ১৫ টি এ্যাপ ডেভলপমেন্ট কোম্পানীর ভেতর নিয়ে এসেছে । এই তিনটা গেমসই মুলত একটা ভার্চুয়াল ওর্য়াল্ড বেসড গেম ।
GungHo Online
এটা একটা জাপানী এ্যাপ ডেভলপমেন্ট কোম্পানী । এটা প্রচুর পরিমাণে অত্যান্ত লাভজনক এ্যাপস তৈরী করেছে । এর বিখ্যাত কিছু এ্যাপ হল Divine Gate, Dokuro, Freak Tower, Puzzle & Dragons, এবং Summons Board ।
এই
GungHo Online প্রায় ১ বিলিয়ন ডলার ইনকাম করেছে শুধু পাজল এবং ড্রাগনস এ্যালোন এর মাধ্যমে । এই দুটি গেমস ইউজারকে একই কালারের বিভিন্ন বৃত্ত মিল করার জন্য চ্যালেঞ্জ করে । এটা শেষ বছর এ্যাপেল এ্যাপ স্টোর থেকে ৬৫০ বিলিয়ন এবং গুগল প্লে থেকে ৭৭৫ বিলিয়ন ডলার ইনকাম করে ।
এই ছিল আজকের মত । আবার পরের টিউনের দেখা হবে আপনাদের সাথে । আর আপনাদের মতামত প্রকাশের জন্য অবশ্যই টিউমেন্ট করবেন এবং টিউনে কোন সমস্যা মনে হলে সেটাও জানাবেন ।
No comments:
Post a Comment