বাংলাদেশ এই প্রথম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য পাওয়া যাবে স্মার্টফোন অ্যাপে। এয়ারপোর্ট আর্মড পুলিশের (এএপি) উদ্যোগে এটি তৈরি করেছেন স্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ই-লজিক্যাল আইটি এঙ্পার্ট। কোন পরিবহন সংস্থার কোন ফ্লাইট কখন ছেড়ে যাবে এবং এসে পেঁৗছবে, বিমানবন্দরের নানা তথ্য, কাস্টমস ডিউটি অফিসারদের নামের তালিকা, নিরাপত্তাসেবা এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও তথ্য দেয়া আছে এতে। বিমানবন্দর হেল্প ডেস্কের প্রটোকলসেবা, হুইল চেয়ারসেবা, লস্ট অ্যান্ড ফাউন্ডসেবা, ব্যাংকিং ও মানি এঙ্চেঞ্জসেবা এবং হোটেলের তথ্য পাওয়া যাবে। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এএপির কর্তব্যরত কর্মকর্তার ফোন নাম্বার পাওয়া যাবে। বিনামূল্যের এ অ্যাপটিতে।
সূত্র: সম্পাদনা অনলাইন নিউজ
No comments:
Post a Comment