আপনার মোবাইলটি কী খোয়া গিয়েছে? কিংবা সোফা, বিছানার তলায় চাপা পরে ব্যতিব্যস্ত করে তুলেছে আপনাকে? নাকি তাড়াতাড়ি ফোন করবার জন্য এদিক ওদিক হাতরেও তা খুঁজে না পেয়ে বেড়ে যাচ্ছে রক্ত চাপ? এবার তেমন সমস্যার সমাধান করে দেবে গুগল সার্চ ইঞ্জিন। এখন থেকে ফোন হারালে টেনশন না বাড়িয়ে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে টাইপ করুন ফাইন্ড মাই ফোন।
কয়েক মুহূর্তেই আপনাকে আপনার হারানো ফোন খুঁজে দেবে গুগল। এখন প্রশ্ন – চোখের নিমেষে কাজটা কীভাবে করবে গুগল? সদ্য প্রকাশিত এক রিপোর্টে গুগল জানিয়েছে, ডেক্সটপে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে লিখতে হবে সার্চ মাই ফোন। এর পরেই আপনার সামনে ভেসে উঠবে ‘রিং অন্ মাই ফোন’কথাটি। তবে এমন ভাবে ফোনটি ফিরে পেতে আপনাকে মাথায় রাখতে হবে দুটি বিষয়৷
প্রথমত আপনাকে নিজের ফোনের গ্লোবাল পজিশনিং অপশন বা জিপিএস যেন অবশ্যই অন থাকে। নইলে এই পদ্ধতিতে মোবাইল খুঁজে দিতে পারবে না কারণ আপনার দেওয়া কমান্ড অনুসারে ডেস্কটপটিকে তো সংশ্লিষ্ট সার্চ ইঞ্জিনের মাধ্যমে ধাপে ধাপে এগোতে হবে মোবাইলের দিকে৷ পাশাপাশি একই সঙ্গে সমস্ত গুগল অ্যাপ আপটুডেট রাখতে হবে নইলে কমান্ড দেওয়াটা বৃথাই যাবে। আর এই সব কিছু ঠিক ঠাক থাকলে ‘রিং অন্ মাই ফোন’কমান্ড দেওয়ার পর আপনার মোবাইলটির হদিশ পাওয়া যাবে কারণ প্রায় মিনিট পাঁচেক ধরে রিং টোন বাজতে থাকবে উচ্চস্বরে৷ ফলে আপনার পক্ষেও সেটাকে খুঁজে পেতে সুবিধা হবে৷ তাছাড়া এই সার্চ ইঞ্জিনের সাহায্যেই প্রয়োজনে হারিয়ে যাওয়া ফোনের সব তথ্য মুছে দেওয়া যাবে ও সেখান থেকেই ফোন লকও করা যাবে মাউজের ক্লিকেই৷
No comments:
Post a Comment