যা যা লাগবে-
- ১. একটি ভাঙ্গা /পুরাতন রিমট খেলনা গাড়ীর মটর সহ সার্কিট বোর্ড ও রিমট কন্টোল অংশটি।
- ২. পুরাতন/নতুন মোবাইল ফোনের চার্জার।
- ৩. পুরাতন/নতুন মোবাইল ফোনের ভাইব্রেটর।(মোবা
- ইল ফোন সার্ভিসিং /পার্টস এর দোকানে পাবেন দাম=১৫-২৫ টাকা)
- ৪. পুরাতন/নতুন মোবাইল ফোনের ব্যাটারী।
- ৫. সিলিং ফ্যানের ইলেকট্রনিক রেগুলেটর।
- ৬. ১টি প্লাষ্টিকের বক্স।
- ৭. কিছুটা টিন/তামার পাত।
- ৮. ১” শক্ত তার বা আলপিন।
- ৯. সুপার গ্লু।
যে ভাবে করবেন-
প্রথমেই একটি ভাঙ্গা /পুরাতন রিমট খেলনা গাড়ীর মটর সহ সার্কিট বোর্ডটি খুলে ফেলুন,সামনের মটরের মাথার সাথে রেগুলেটরের মাথা সমন্তরালে শক্ত করে লাগান এবং মটর ও রেগুলেটর বক্স এর সাথে এমন ভাবে লাগান যেন মটর ঘুরলে রেগুলেটরের মাথার নব ছাড়া অন্য অংশ না ঘোরে,রেগুলেটরের দুইটি তার এর একটি ফ্যান এ আর একটি ঘরের ফ্যানের সুইচ এ সংযোগ করুন।পিছনের মটরটি খুলে ঐ স্থানে ভাইব্রেটর লাগান,ভাইব্রেটর এর মাথার দিকে টিন/তামার পাত এর দুটি অংশ এমন ভাবে স্থাপন করুন যেন ভাইব্রেটর ঘুরলে পাত দুইটি সংযোগ পায় আবার উল্টা ঘুরালে সংযোগ বিচ্ছিন্ন হয়,ভাইব্রেটর এর সাথে একটি আলপিন/শক্ত তার লাগান যেন পাত দুইটি সংযোগ পেলে আর বা পুরোটা না ঘুরতে পারে,পাত দুটি থেকে দুটি তার ঘরের লাইটের সুইচ এ সংযোগ দিন তাহলে সুইচ বা রিমট দিয়ে দুই ভাবে লাইট অফ বা অন করা যাবে(এই অংশ টা পিছনের মটর দিয়েও করতে পারবেন শুধু একটু বুদ্ধি প্রয়োগ করুন)।সার্কিট বোর্ডটির ব্যাটারী সংযোগ এর স্থলে পুরাতন/নতুন মোবাইল ফোনের চার্জার লাগান এবং বিদ্যুৎ সংযোগ দিন।সার্কিট বোর্ডটির সাথে যে এন্টেনা বা এন্টেনা তার লাগানো আছে সেটাই ব্যাবহার করুন। সার্কিট বোর্ডটির অ প্রয়োজনিয় সংযোগ গুলি কেটে দিন।
রিমট কন্টোল অংশটির ব্যাটারীর সংযোগে একটি পুরাতন/নতুন মোবাইল ফোনের ব্যাটারী সংযোগ করুন এবং দুটি তার বাহিরে বের করে রাখুন যাতে ব্যাটারীটি চার্জ করতে পারেন। রিমোট কন্টোলটির একটি নব উপর নিচ করলে লাইট অফ/অন হবে আরেকটি নব ডানে বা বায়ে ঘুরালে ফ্যানের গতি কম বা বেশি হবে। এটা বছরের পর বছর চলতে থাকবে সহজে নষ্ট হবে না।

No comments:
Post a Comment