Thursday, May 28, 2015

লক করে দিন যে কারো ফেইসবুক আইডি একটি ট্রিক ব্যাবহার করে।

আশা করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফেইসবুক আইডি ব্লক করা যায়।
তবে এই ট্রিকটির জন্যে যা দরকার তা হচ্ছে বুদ্ধি এবং ভিকটিমের বোকামি ।
এক ক্লিকেই কাজটি সম্পন্ন হবে । প্রথমেই আপনি যার আইডি ব্লক করতে চান তার ফেইসবুক আইডি বের করেন নেন (এক্সাইটেড হবেন না ;)
এখন যার আইডি আপনি ব্লক করতে চান তাকে এই কোডটি http://#34255353309 পাঠান, মনে রাখবেন যদি পাঠানোর সময় আপনি
http://#34255353309& শেষে & না দেন তাইলে
আপনার নিজেই আইডি ব্লক হয়ে যাবে :P হেহেহে (সাবধানে!! কাজ করবেন)
এখন শুরুতেই যা বলেছিলাম দরকার হবে আপনার বুদ্ধির যেকোনো ভাবে বুদ্ধি খাটিয়ে তাকে রাজি করান যে এই কোডটি যে কারো স্ট্যাটাসে কমেন্ট করতে।
http://#34255353309  সে কমেন্ট করার সময় কোডের শেষে '&' থাকলে হবে না। তবে আপনি তাকে পাঠানোর সময় অবশ্যই শেষে & যুক্ত করে দিবেন ।
যদি সে এই কোড টা কপি করে কমেন্ট করে তাইলেই তিনি ব্লক খেয়ে যাবেন ফেইসবুক থেকে ;)
-- তার একাউন্ট টেমপোরারি লক হয়ে যাবে।
-- ভূল কাজে ব্যাবহার করবেন না।
-- ফেইসবুকে অনেকের অনেক গুরুত্বপূর্ণ জিনিস বা অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্যে ব্যাবহার করেন।
-- ধন্যবাদ
-- ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

No comments: