Tuesday, May 12, 2015

GP Offer 1000 টাকায় ৯৮ জিবি পেলাম

এবার জিপিকে বাঁশ দেওয়া শুরু করেন। অবশ্য এই সুযোগটি তারাই সৃষ্টি করে দিয়েছে। আপনারা অনেকেই 'ফাটাফাটি ইন্টারনেট অফার' মেসেজটি পেয়েছেন। যেমন আমি পেলাম ৯টাকায় ৭৫এমবিসহ বোনাস ৯৫৪ এমবি। মোট এক জিবি। । মেয়াদ ৭ দিন। এমবি কেনার জন্য *৫০০*৮৬# এ ডায়াল করতে হয়। আপনি যতবার ইচ্ছা কিনতে পারবেন। এই অফার থেকে আমি 1000 টাকায় ৯৮ জিবি পেলাম!!!!!!! প্রতিবার *৫০০*৮৬# এ ডায়াল করতেই ১ জিবি করে দিয়েছে। ৯৮ জিবি পাওয়ার পর Sorry ম্যাসেজ এসেছে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। এছাড়াও ১ টাকায় ৭৫ এমবি *৫০০*৮৪#, ৫১ টাকায় ১জিবি   *৯৯৯*৩# অফারও আছে। তবে যাদের সিমে ম্যাসেজ দেওয়া হয়েছে শুধু তারাই এই অফারটির পাবেন। তাছাড়া সবার জন্য ৪০২ টাকায় ২জিবির সাথে ৪ জিবি বোনাস আছে। ডায়াল *৫০০*৯৩#আর মেয়াদ বাড়াতে Flexi plan (www.grameenphone.com/flexi-plan/) এ গিয়ে ৩.৭৩ টাকায় এক মাসের জন্য মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।

No comments: