কে না চায় নিজের জন্য একটি ওয়েবসাইট , আর সেটি যদি হয় professional দের মত তাহলে তো কথাই নেই । আপনাদের যদি সাপোট থাকে তাহলে এগিয়ে যাব , নতুবা লিখা বন্ধ করবো । আমি বর্তমানে html, css, java ও প্রোগ্রামিং সম্পর্কে মোটামুটি জানি ।
Php এবং mysql শিখতেসি। Php ও mysql শেখা হলে চেষ্টা করবো এগুলো নিয়ে লেখার।
কথা আর না বাড়িয়ে কাজে ফিরে যাই ।
Basic knowledge of Web development :
Php এবং mysql শিখতেসি। Php ও mysql শেখা হলে চেষ্টা করবো এগুলো নিয়ে লেখার।
কথা আর না বাড়িয়ে কাজে ফিরে যাই ।
Basic knowledge of Web development :
ওয়েবসাইটঃ পুরনাঙ্গ ডাটাবেসের সমষ্টি হল ওয়েবসাইট যেখানে graphics, text, amimation ব্যবহার করা হয় ।
ওয়েবসাইট দুই ধরনেরঃ
1. Static Website
2. Dynamic Website
Static Website : এখানে ইউজার কোন contents সহজে পরিবর্তন করতে পারে না ।
Dynamic website : এখানে ইউজার কোন contents সহজে পরিবর্তন করতে পারে ।
Dynamic website এর রয়েছে অনেক demand । আমরা dymanic website তৈরি করবো ।
Dynamic website : এখানে ইউজার কোন contents সহজে পরিবর্তন করতে পারে ।
Dynamic website এর রয়েছে অনেক demand । আমরা dymanic website তৈরি করবো ।
Web development এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যারঃ
1. Dreamweaver
2. wordpress
3. jomla
4.fontpage
5.note pad
বর্তমানে ড্রিমওয়েভার বেশি ব্যবহার হয়, তাই আমরা ড্রিমওয়েভার এর কাজ শিখব । ড্রিমওয়েভার এ html,css,java,php and mySQL এর কাজ করার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে তাই সুবিধা বেশি ।
প্রয়োজনীয় ব্রাউজার:
বর্তমানে ড্রিমওয়েভার বেশি ব্যবহার হয়, তাই আমরা ড্রিমওয়েভার এর কাজ শিখব । ড্রিমওয়েভার এ html,css,java,php and mySQL এর কাজ করার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে তাই সুবিধা বেশি ।
প্রয়োজনীয় ব্রাউজার:
Internet explorer, Mozila firefox
দেখে নেই আলোচিত শব্দগুলুঃ
দেখে নেই আলোচিত শব্দগুলুঃ
Html : Hyper Text Markup Language
CSS : cascading style sheet
Java script: language/script
PHP : Dynamic Website এর ক্ষেত্রে ব্যবহিত হ্য ।
mySQL : memory এর মত ডাটা insert, delect,data store করে রাখা যায় ।
আজ আর নয় । পরবর্তী পর্বে dreamweaver সম্পর্কে, dreamweaver installation এবং html এর
কিছুটা নিয়ে আলোচনা করবো ।
কিছুটা নিয়ে আলোচনা করবো ।
No comments:
Post a Comment