আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই খুব খুব ভাল আছেন।
ভাল থাকারই কথা, কেননা হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন আমি আজ কি নিয়ে এসেছি আপনাদের জন্য। হ্যা Internet Download Manager 6.23 Build 12 হাতে পেয়ে গেলাম আর তাই আপনাদের জন্য নিয়ে এলাম।
সবার হয়তো মনে আছে এর আগের ভার্সন Internet Download Manager 6.23 Build 11 টাও আমি নিয়ে এসেছিলাম।
যাই হোক আর কথা বারাবো না, এখনি ডাউনলোড করে ফেলুন Internet Download Manager 6.23 Build 12
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে সেই পেজ এ ডান পাশে বড় করে লেখা আছে Down Now সেখানে ক্লিক করুন
ফাইলটি জিপ করা,তাই জিপ থেকে প্রথমে আনজিপ করুন। তার আগে অবশ্যই আগের আইডিএম আনইন্সটল করে কম্পিউটার রিস্টার্ট করে নিবেন।
আনজিপ হয়ে গেলে ফোল্ডার থেকে আইডিএম সাধারন ভাবেই ইন্সটল করুন। জানি সবাই এটা করতে পারবেন তাই আর এটা নিয়ে বিস্তারিত কিছু লেখার প্রয়োজন মনে করছি না।
যাই হোক এরপর হচ্ছে এক্টিভ মানে রেজিস্টার করার পালা।
এটাও খুব সিম্পল। প্রথমে ক্র্যাআক ফোল্ডার থেকে IDMan টা কপি করুন। এর পর আপনার যে ড্রাইভে অপারেটিং সিস্টেম দেয়া সেই ড্রাইভে Program Files (x86) ফোল্ডারে প্রবেশ করে Internet Download Manager ফোল্ডারে IDMan ফাইলটা রিপ্লেস করুন। এরপর IDM এর আনজিপ করা ফোল্ডারে দেখুন RegMe নামে একটা ফাইল আছে,সেটা ওপেন করুন। ব্যাস আপনার কাজ শেষ।
No comments:
Post a Comment