Thursday, May 28, 2015

লাইফটাইম ভার্সন Internet Download Manager 6.23 With Crack


আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি!!
INTERNET DOWNLOAD MANAGER (IDM) এর নাম শোনেনি এই রকম মানুষ খুব কমই পাওযা যাবে যারা ইন্টারনেট চালায় তাদের মধ্যে ।IDM হল সেরা ডাউনলোড মেনেজার এর অন্যতম। এটা দ্বারা খুব সহজে ইন্টার নেট থেকে ভিডিও গান ছবি ইত্যাদি খুব সহজে ডাউনলোড করা যায়।
বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম  লেটেস্ট Internet Download Manager 6.23  With Crack হ্যা বন্ধুরা আপনার আগের ভার্সনটি এখনই রিমোভ করে Internet Download Manager 6.23  ইন্সটল করে নিন। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নাই কারন আমরা সবাই এটার সম্পর্কে খুব ভালই জানি তবে একটা কথা  মনে রাখবেন Crack করার পর   সফটওয়ারটি কখনও আপডেট দিবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে এখনই ডাউনলোড করুন !!!
প্রথমে এই লিঙ্ক  থেকে IDM এর ফাইলটি ডাওনলোড করুন।
এখন কাজের কথায় আসি,
IDM সফ্টওয়ারটি উপরের লিংক থেকে ডাউনলোড করে নিচের পদ্ধতি অনুসরণ করুন  এটি অপনার পিসিতে ইনস্টল করার জন্য৷
১. প্রথমে মুল ফাইল ইন্সটল করবেন ,
২. সকল ভাইরাস গার্ড অফ করুন।
৩. তারপর ওপেন করুন।

৪. তারপর Crack ফাইলটি রান করান।
৫. Crack বাটনে ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন
৬. IDM একটিভেট সাকসেসফুল
৭. IDM ওপেন করুন এবং লাইফটাইম ভার্সন উপভূগ করুন।


If you have any problems on this or found a bug, comment below.

No comments: