রা ওয়েব ডেভেলপমেন্ট এর জগতে নতুন বা কাজ শিখছেন তাদের নানা কারণে একটা ওয়েবসাইট এর দরকার হয়। আর ব্যক্তিগত সমস্যার কারণে অনেক সময় পেইড ডোমেইন বা পেইড হোস্টিং নেয়া সম্ভব হয় না। ফ্রি হোস্টিং নিতে গিয়ে ও অনেক সময় ঝামেলা পোহাতে হয়। তবে সমস্যা নেই এই পোস্ট আপনার জন্য । আমি .tk ডোমেইন আর 000webhost হোস্টিং এর সেটিংস দেখাব। ব্যপার টা সহজ আর সম্পূর্ণ ফ্রি তে হলে ও পেইড হোস্টিং এর বেশির ভাগ সুবিধাই পাবেন। আর হ্যাঁ এটা আমার প্রথম পোস্ট । ভুল হলে ক্ষমা করবেন । চলুন শুরু করা যাক।
প্রথমে my.dot.tk এখানে ক্লিক করে আপনার কাংক্ষিত .tk ডোমেইন নিয়ে নিন।
সাইন ইন করুন আপনার ইমেইল এ লগিন করার মাধ্যমে । একটা একাউন্ট দিয়ে আপনি একাধিক ডোমেইন ক্রিয়েট করতে পারবেন !!!
সাইন ইন করার পর উপরের দিকে ডোমেইন পেনেল থেকে Add a domain এ ক্লিক করুন। আপনার কাঙ্ক্ষিত ডোমেইন পাওয়া গেলে ফ্রি সিলেক্ট করে next চাপুন।
ক্রিয়েট করার সময় DNS এভাবে দিন কারন টা কিছুক্ষণ পরেই টের পাবেন।আর 12 months সিলেক্ট করুন ।আর কিছু করার দরকার নাই। next দিন।
এবার আপনার ডোমেইন এর হোস্টিং দরকার। হোস্টিং এর জন্য 000webhost এ ক্লিক করুন। ডান পাশ থেকে সাইন আপ অপশন পাবেন ।
আপনার ডোমেইন, নাম ইমেইল এড্রেস আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিন। আপনার ইমেইল টা একবার দেখে নিন প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই পৌঁছে গেছে। এরপর লগিন করুন।
আপনার ডোমেইন লিস্ট এ active লেখা দেখলে আপনার ব্রাউজার এর এড্রেস বার এ আপনার হোস্ট করা ওয়েবসাইট এর ঠিকানা দিয়ে এন্টার চাপুন। যদি আমার কথা মত কাজ করে থাকেন তবে একটা মেসেজ দেখতে পাবেন ” your website is running …. ” না আসলে আমাকে গালি দিবেন না, ৫-৬ মিনিট অপেক্ষা করুন।
তবুও না হলে my.dot.tk ওয়েব সাইট এ লগিন করে আপনার ডোমেইন পেনেল থেকে ডোমেইন Modify করুন। DNS সঠিক ভাবে প্রবেশ করান।
এখানেও আপনি একাধিক ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। আর প্রতিবারই আপনি 1500MB Space এবং 100GB Bandwidth পাবেন। ভাল পেইড হোস্টিং এ যার জন্য আপনাকে প্রায় ৫-৬ হাজার টাকা গুনতে হবে।কিন্তু তবুও পেইড এর সাথে ফ্রি এর তুলনা চলে না।লগিন করার পর উপরের দিকে create account বলে অপশন পাবেন। এতে ক্লিক করার পর আপনার ওয়েব সাইট এর ঠিকানা আর পাসওয়ার্ড দিয়ে দিন যেটা দিয়ে আপনি control panel এ প্রবেশ করবেন। ইউজার নেইম আপনাকে ইমেইল এ পাঠানো হবে।
ব্যস হয়ে গেল। আপনার ইমেইল ঠিকানা চেক করুন । ওয়েব সাইট সঙ্ক্রান্ত যাবতীয় তথ্য ইতিমধ্যেই পৌঁছে গেছে
এবার এই মেসেজ ডিলিট করার পালা। এর আগে আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড দেখে ফেলে তাড়াতাড়ি ডিলিট করুন দেখলে মান সম্মান শেষ। মেসেজ টা ভাল মত পরলে উপায় টা বুঝতে পারবেন।
আপনার ইমেইলে পাঠানো ইন্সট্রাকশন অনুযায়ী ইউজার নেইম আর পাসওয়ার্ড দিয়ে ও control panel এ প্রবেশ করতে পারেন আবার একাউন্ট লিস্ট থেকে Go to control panel এ ক্লিক করে ও প্রবেশ করতে পারেন এক্ষেত্রে ইউজার নেইম অটো বসে যাবে শুধু পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন।
লগিন করার পর একটু নিচের দিকে File Manager এ ক্লিক করে public_html ফোল্ডারে প্রবেশ করুন।
index.php ফাইল টা ডিলিট করে দিন। হয়ে গেল। এবার আপনার ক্রিয়েট করা ওয়েব সাইট টা এইখানে এবং শুধু মাত্র এই ফোল্ডারেই আপলোড করুন। এবারে যেই পেইজ টা আপনি প্রথমে দেখাতে চান মানে আপনার http://www.domain.tk তে প্রবেশ করলে যেই পেইজ টা প্রথমে দেখাবে সেটা রিনেইম করুন index.html বা index.php দিয়ে। অবশ্য htaccess এডিট করে ও এটা ঠিক করা যাই।
কাজ শেষ
No comments:
Post a Comment